নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি
https://parstoday.ir/bn/news/event-i151526-নির্বাচন_কমিশনের_বটম_লাইন_হলো_পেশাদারিত্ব_ও_নিরপেক্ষতা_সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিএইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা।
(last modified 2025-08-29T14:33:45+00:00 )
আগস্ট ২৯, ২০২৫ ২০:২৯ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন
    বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিএইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সিইসি এসব বলেন।

তিনি বলেন, 'আওয়ার বটম লাইন ইজ, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন।' প্রশিক্ষণার্থীদের সতর্ক করে সিএইসি বলেন, 'মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায়, সেদিকে মনোযোগী হতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় করা হয়, সেটিকে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখা উচিত।'

তার ভাষ্য, 'নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জ তো আছেই, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াজনিত নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) মোকাবিলায় নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে।'

'ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও নিতে হবে এবং এ বার্তা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে,' বলেন তিনি।

সিইসি বলেন, 'নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেতো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত।' তিনি আরও বলেন, 'ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ইজ আ ম্যাটার অব ডিগ্রি, নট অব কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। আরও এমন চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে, যেটা এখনো আমরা জানি না।'

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই।'

তিনি বলেন, কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। জীবন চলে যেতে পারে কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। কমিশন ও মাঠপর্যায়ের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।'

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, 'নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি বা 'ইনস্টিটিউশনাল মেমোরি' দুর্বল হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই কমিশন হোঁচট খাচ্ছে।' তিনি বলেন, 'ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই। এ নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রিজাইডিং অফিসার। তাদের শক্তিশালী ও দক্ষ করে তুলতে পারলেই একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে।'#

পার্সটুডে/জিএআর/২৯