ভোট গণনা শেষ হলো: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
সন্ধ্যা ৭টার মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে: নির্বাচন কমিশন
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হলো। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়।
নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় কবি কাজী নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক বেলা তিনটার কিছুক্ষণ আগে বলেন, ‘সব হলের ভোট গণনা শেষ হয়েছে। সর্বশেষ আমার হলের ভোট গণনা বাকি ছিল সেটাও শেষ হয়েছে।'
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আলাদাভাবে সব হলের ভোট গণনা শেষ হওয়ায় এখন সবগুলো ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলপ্রকাশ হবে।
২১ হলের গণনা শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এর আগে
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, জাকসু নির্বাচন কমিশনের এই সদস্য বলেন, এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোট গণনা চলছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের সামনে বলেন, আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন তিনি।
এবার সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফলের আশা দেখাচ্ছে নির্বাচন কমিশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি এ কথা বলেন।

নির্বাচনের ফলাফল কখন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি আছে। সেখানে সময় লাগবে। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফল ঘোষণা করতে পারবেন বলে তিনি জানান। ভোট গণনার কাজ পালা করে চলছে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সেটা করার কোনো সুযোগ নাই।
এর আগে গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি এ কথা জানান। এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
আগামীকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।
আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে আগামীকাল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ শনিবার নিয়ে তিন দিন ধরে চলছে ভোট গণনা।
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম কাল চলবে। সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা অফিসে থাকবেন।#
পার্সটুডে/জিএআর/১৩