শপথ নিলেন নেপালের ৩ মন্ত্রী; এরা কারা?
-
তিন মন্ত্রী
নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি'র মন্ত্রিসভার তিন সদস্যে শপথ নিয়েছেন। আজ সোমবার রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনের সামনে খোলা আকাশের নিচে নির্মিত অস্থায়ী মঞ্চে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করে টেলিভিশন চ্যানেলগুলো। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
তিন মন্ত্রীর একজন ওম প্রকাশ আর্যাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও সামলাবেন। দুর্নীতি, সুশাসন ও মানবাধিকারবিষয়ক মামলার জন্য তিনি দেশে সুপরিচিত।
আরেক মন্ত্রী কুলমান ঘিসিং, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক, দায়িত্ব পেয়েছেন জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। দীর্ঘদিনের লোডশেডিং সমস্যা সমাধানে তাঁর ভূমিকা দেশজুড়ে প্রশংসিত।
এছাড়া, সাবেক অর্থসচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল হয়েছেন নতুন অর্থমন্ত্রী। বেকারত্ব সমস্যা মোকাবিলা এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশ্বব্যাংকের তথ্যমতে, নেপালের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের প্রায় এক–পঞ্চমাংশ বেকার। দেশটির মাথাপিছু জিডিপি মাত্র ১ হাজার ৪৪৭ ডলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে ৮ ও ৯ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হন। আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বহু স্থাপনা। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। পরে গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ পান সুশীলা কারকি।
বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলে। তবে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থবিরোধী অবস্থান নেওয়ায় তাকে বিচারপতির পদ থেকেও সরে দাঁড়াতে হয়েছিল।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম ভাষণে কারকি ঘোষণা করেন, তিনি ছয় মাসের বেশি এই পদে থাকবেন না। আগামী বছরের ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর ক্ষমতা হস্তান্তর করবেন।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।