শত্রুরা স্ন্যাপব্যাক দিয়ে আমাদের অগ্রগতির পথ আটকাতে পারবে না: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট বলেছেন: কিছু লোক বারবার ইরানের বিকাশের পথ বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু মেধা এবং বুদ্ধিমত্তা যে-কোনো বাধার মুখে হয় পথ খুঁজে পেয়েছে অথবা পথ তৈরি করেছে।”
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের কথা উল্লেখ করে মাসুদ পেজেশকিয়ান বলেছেন: “আমি ব্যক্তিগতভাবে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে কিছু লোক ইরানের অগ্রগতি এবং বিকাশের পথ বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু মস্তিষ্ক এবং মেধাবিরা যে-কোনো বাধার মুখে হয় পথ খুঁজে পেয়েছে অথবা পথ তৈরি করেছে।”
পেজেশকিয়ান আরও বলেন: “আমাদের জন্য এটা বিশ্বাস করাই যথেষ্ট যে আমরা বাধা অতিক্রম করতে পারি। যারা এই ভূমির ক্ষতি করতে চায় তারা আমাদের পথ আটকাতে পারবে না। আমরা কোনওভাবেই এমন কাউকে আটকাতে পারি না যার দৃঢ় সংকল্প আছে, ইচ্ছাশক্তি আছে এবং অগ্রগতির ক্ষমতা আছে।” আমরা কখনই বলদর্পিদের কাছে নতি স্বীকার করব না। কারণ আমাদের পরিবর্তনের ক্ষমতা আছে এবং আমাদের কেবল তাদের ওপর আস্থা রাখতে হবে যাদের ক্ষমতা এবং ইচ্ছাশক্তি আছে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।