খবর:
করাচিতে গাজার সাথে সংহতি প্রকাশ করে অন্তত দশ লক্ষ মানুষের বিক্ষোভ
-
করাচিতে গাজার সাথে সংহতি প্রকাশ করে অন্তত দশ লক্ষ মানুষের বিক্ষোভ
পার্স-টুডে: পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গাজার সাথে সংহতি প্রকাশ করে অন্তত দশ লক্ষ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল রোববার পাকিস্তানের করাচিতে গাজার প্রতি সংহতি প্রকাশ করে লক্ষ লক্ষ লোকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের সমর্থকরা, যারা ইহুদিবাদী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কুদস ফোর্সের যুদ্ধকে সমর্থন করেন, তারা মুসলিম সরকারগুলোকে হামাসের প্রতি সমর্থন দেয়ার এবং ফিলিস্তিনি আদর্শের বিরোধী আমেরিকান ও ইসরায়েলি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।
জামাত-ই-ইসলামী পাকিস্তান দলের নেতা হাফিজ নাঈম-উর-রেহমান এ সমাবেশে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি হামাস আন্দোলনের প্রতিক্রিয়া একটি বুদ্ধিমান, গর্বিত এবং শান্তিপূর্ণ পদক্ষেপ। তিনি আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পশ্চিমা ও আমেরিকান ফ্রন্টের ভণ্ডামির সমালোচনা করেন, বিশেষ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ, এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় এবং ফিলিস্তিনি ও হামাস যোদ্ধাদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পশ্চিমা পরিকল্পনা প্রত্যাখ্যান করতে ইসলামী বিশ্বের ঐক্যের আহ্বান জানান। #
পার্স টুডে/এমএএইচ/০৬