শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো
https://parstoday.ir/bn/news/event-i152832-শান্তিতে_নোবেল_পেলেন_ভেনিজুয়েলার_মারিয়া_কোরিনা_মাচাদো
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ, বিরোধীদলীয় নেতা এবং মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১০, ২০২৫ ১৫:৪১ Asia/Dhaka
  • শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও  মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো
    শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ, বিরোধীদলীয় নেতা এবং মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবেল কমিটি বলেছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ভেনিজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় অনন্য অবস্থান দাঁড় করিয়েছেন।

মারিয়া কোরিনা মাচাদো

মাচাদোর জন্ম ১৯৬৭ সালে ভেনিজুয়েলায়। ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় কাটান। ১৯৯২ সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে।

২০১০ সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন, সর্বাধিক ভোটে জয়ী হয়ে রেকর্ড স্থাপন করেন। তবে ২০১৪ সালে স্বৈরশাসকরা তাকে ক্ষমতাচ্যুত করে।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয়, সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য জাপানের সংগঠনটিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।#

পার্সটুডে/জিএআর/১০