আমার জানামতে তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i154650-আমার_জানামতে_তারেক_রহমান_এখনো_ট্রাভেল_পাস_চাননি_পররাষ্ট্র_উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
(last modified 2025-12-02T11:06:02+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৫ ১৬:৪২ Asia/Dhaka
  • পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে এখনো তিনি চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’

তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন।

এর আগে রোববারও পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, যদি কেউ দেশে ফিরতে চান, আর তার যদি পাসপোর্ট না থাকে, তাহলে তার জন্য ট্রাভেল পাস মূলত একবারের জন্য ইস্যু করা হয়। এটা একদিনের মধ্যেই ইস্যু করা যায়। এটার জন্য সময় লাগে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন, দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো।

খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ

খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ

রাষ্ট্রের 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (ভিভিআইপি) হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)।

আজ (মঙ্গলবার) দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য ভিভিআইপি বিশেষ নিরাপত্তা নিয়োজিত এসএসএফ সদস্যরা হাসপাতালে ডিউটি শুরু করেছে। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার চিকিৎসা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিভিআইপি বিশেষ নিরাপত্তা নিয়োজিত এসএসএফ সদস্যরা দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে এসে ডিউটি শুরু করেছে।# 

পার্সটুডে/এমএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।