'ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে'
https://parstoday.ir/bn/news/india-i100580-'ভারতে_হিন্দুদের_সংখ্যা_ও_শক্তি_দুটোই_কমছে'
ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে বলে মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২১ ২০:৫০ Asia/Dhaka
  • রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত
    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত

ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে বলে মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

গণমাধ্যমে প্রকাশ, গতকাল (শনিবার) মধ্য প্রদেশের গোয়ালিয়রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোহন ভাগবত বলেন–‘আপনারা দেখতে পাবেন যে হিন্দুদের সংখ্যা এবং শক্তি কমে গেছে। বা হিন্দুত্বের চেতনা কমে গেছে। হিন্দুদের হিন্দু থাকতে হলে ভারতকে 'অখন্ড' হতে হবে।’   

তিনি বলেন, হিন্দু ও ভারত আলাদা হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ভারতকে যদি ভারত থাকতে হয় তবে ভারতকে হিন্দুই থাকতে হবে। তিনি বলেন– ‘হিন্দু ছাড়া ভারত নেই, এবং ভারত ছাড়া হিন্দু নেই’। মোহন ভাগবত আরও বলেন, হিন্দুদের শক্তি কম হলে ভারত দুর্বল হবে। হিন্দুদের দেশ থেকে আলাদা করলে কোনও ইতিহাস থাকবে না।

গোয়ালিয়রের ওই অনুষ্ঠানে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি, আরএসএসের বড় বড় নেতা এবং রাজ্যের অনেক নেতাও অংশগ্রহণ করেন। এই প্রথম নয় যে, আরএসএস প্রধান মোহন ভাগবত হিন্দুদের নিয়ে এমন বক্তব্য দিলেন। এরআগে ২৫ নভেম্বর নয়ডায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, দেশভাগের সময়  ভারত একটি বড় ধাক্কা দেখেছিল। যাকে ভুলে যাওয়া যায় না এবং কখনও তার পুনরাবৃত্তি হবে না।  দেশভাগের সময় ভারতের দুর্ভোগের কথা ভুলে যাওয়া উচিত নয়। এই ধাক্কা একমাত্র তখনই কাটিয়ে ওঠা যাবে, যখন ভারত আবার অখণ্ড হবে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।