কোলকাতা পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী তৃণমূল, বিরোধীদের কটাক্ষ করলেন মমতা
-
কোলকাতা পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী তৃণমূল,
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কোলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে।
গত (রোববার) কোলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) ভোট গণনা হয়েছে। বেসরকারি ফলাফলে প্রকাশ, মোট ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এছাড়া বিজেপি ৩, বামফ্রন্ট ২, কংগ্রেস ২ ও নির্দলীয় ৩ টি আসনে জয়ী হয়েছে।
কোলকাতার সাবেক মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৮২ নম্বর ওয়ার্ডে জয়লাভের পর তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা, মানুষের বিশ্বাস পূরণ করাটা আমাদের এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সেই বিশ্বাস পূরণ করব। আগামীদিনে আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করব।’
আজ দুপুরে কোলকাতা পৌরসভা নির্বাচনে বিপুল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, জয়ী প্রার্থীদের অভিনন্দন। সেবা করার কথা সকলে মনে রাখবেন। পৌর এলাকার প্রত্যেক বাসিন্দাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই, আমাদের উপর আরও একবার বিশ্বাস রাখার জন্য। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা-মাটি-মানুষ’-এর সরকারের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। এটা গণতন্ত্রের জয়। এর পাশাপাশি পৌর নির্বাচনে বিরোধী তিন দলের সাফল্যকে কটাক্ষ করেন তিনি। মমতা বলেন, বিজেপি ভো-কাট্টা, সিপিএম নো-পাত্তা আর কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গেছে।
দলীয় জয় সম্পর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এক বার্তায় বলেন, কোলকাতার মানুষ আবার প্রমাণ করলেন যে ঘৃণা ও হিংসার স্থান নেই বাংলায়। আমাদের আশীর্বাদ করার জন্য সকলকে ধন্যবাদ। আমরা আপনাদের ভালোর জন্যসর্বদা নিয়োজিত থাকব। কোলকাতার বাসিন্দাদের ধন্যবাদ।
এদিকে, তৃণমূলের বিরাট জয়ের পর এই মুহূর্তে সবার নজর মেয়র নির্বাচনের দিকে। রাজধানী কোলকাতার পরবর্তী মহানাগরিক কে হবেন? ফিরহাদ হাকিম নাকি অন্য কেউ? সেটা জানা যাবে আগামী ২৩ ডিসেম্বর। ওইদিন দলীয় কাউন্সিলরদের নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবেন। সেদিনই পরবর্তী মেয়র কে হবেন তা চূড়ান্ত হবে। যদিও ফিরহাদ হাকিমই পরবর্তী নয়া মেয়র হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।