জম্মু-কাশ্মীরে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১২, শোক প্রকাশ কোবিন্দ-মোদির
-
জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১২,
জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আজ (শনিবার) ভোর আড়াইটার দিকে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সাবেক সভাপতি সাংসদ রাহুল গান্ধিসহ অন্য জাতীয় নেতারা ওই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এ ব্যাপারে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও নিত্যানন্দ রাইয়ের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতির পর্যালোচনা করেছেন। একইসঙ্গে তিনি মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ও আহতদের সকলকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
অন্যদিকে, জম্মু-কাশ্মীদেরর লেফটন্যান্ট গভর্নরের পক্ষ থেকে মৃতের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের জন্য ২ লাখ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, নতুন বছরের শুরুতে শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের একটি বিশাল ভিড় বৈষ্ণোদেবী ভবনে জড়ো হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মন্দিরের গর্ভগৃহের বাইরে। সিনিয়র কর্মকর্তারা, পদপিষ্ট হয়ে ১২ জন তীর্থযাত্রী নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আহতদের সকলকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতি বছরের মতো এ বছরও ইংরেজি নববর্ষের শুরুতে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত। কিন্তু আচমকা মধ্যরাতে গর্ভগৃহের বাইরে পুজোর লাইনে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।