ভারতে করোনা সংক্রমণ: রাজ্য সরকারকে দুষলেন দিলীপ, পাল্টা জবাব দিলেন শান্তনু
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের গতিবৃদ্ধি পেয়েছে। গত ৬ দিনে ১ লাখ ২৩ হাজার ১৯১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
করোনা সংক্রমণের নিরিখে গত ২৮ ডিসেম্বর ৯,১৯৫টি, ২৯ ডিসেম্বর ১৩ হাজার ১৫৪ টি, ৩০ ডিসেম্বর ১৬ হাজার ৭৬৪টি, ৩১ ডিসেম্বর ২২ হাজার ৭৭৫টি, ১ জানুয়ারি ২৭ হাজার ৫৫৩টি এবং ২ জানুয়ারিতে ৩৩ হাজার ৭৫০ টি নয়া সংক্রমণ হয়েছে। এক পরিসংখ্যানে প্রকাশ- গত (মঙ্গলবার) থেকে আজ (সোমবার) পর্যন্ত ৭ দিনের মধ্যে ৪৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ।
গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ১১ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। পশ্চিমবঙ্গে এক দিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। করোনা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এই আবহে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করেছে।
এদিকে, আজ (সোমবার) বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, ‘কোভিড বিধি কোথায়? উত্তর প্রদেশে ২৩ কোটি লোক হলেও কোনও হাসপাতালে একমাস ধরে কোনও কোভিড রোগী নেই। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও নিয়ন্ত্রণ নেই। এখানে মৃত্যুও হচ্ছে, সংক্রমণ চার/পাঁচগুণ বেড়ে গেছে। রোজই সংক্রমণ বেড়ে চলেছে, কিন্তু কোনও নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক স্বার্থ ছাড়া তৃণমূল সরকার ও দল কিছু বোঝে না।’
ওই ইস্যুতে পাল্টা জবাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সংসদ সদস্য শান্তনু সেন বলেন, ‘আমার মনে হয় দিলীপ বাবুর স্মৃতি লোপ পাচ্ছে। যদি তা না হতো তাহলে তিনি উত্তর প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানার সাহস পেতেন না। কিছুদিন আগেও গোটা দেশ ও পৃথিবীর মানুষ দেখেছে উত্তর প্রদেশে কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশগুলো ভেসে বেড়াচ্ছে। নদীর ধারে গণচিতা জ্বলেছে। তারপরেও উনি কীভাবে বাংলার তুলনা করতে পারেন!’
কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের পরেও পশ্চিমবঙ্গ সরকার কোভিড মোকাবিলায় যথেষ্ট তৎপর বলেও তৃণমূল এমপি শান্তনু সেন মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।