জানুয়ারি ০৯, ২০২২ ১৪:৪১ Asia/Dhaka
  • ভারতে একদিনে দেড় লাখেরও বেশি সংক্রমণ, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে এই প্রথম একদিনে দেড় লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে। দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে আজ (রোববার) বিকেল সাড়ে ৪টায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে প্রধানমন্ত্রী কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছে। এবং একইসময়ে ৩২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৪ হাজার ৮৬৩ জন। দেশে এ পর্যন্ত মোট ৩ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৪ জন মানুষ মহামারিতে আক্রান্ত হয়েছে। একইসময়ে, সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬০৩ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৭৯০ জন।  

রাজধানী দিল্লিতে একদিনে ২০ হাজার ১৮১ জন সংক্রমিত হয়েছে। গত ৫ মে’র পরে দিল্লিতে এটি সর্বোচ্চ সংক্রমণ। একদিনে সংক্রমণের নিরিখে অবশ্য সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৪৩৪ জন সংক্রমিত হয়েছেন।   

দেশে সংক্রমণের হার বেড়েছে ১০.২১ শতাংশ হয়েছে। এরআগে শুক্রবার, পজিটিভিটির হার ছিল ৯.২৮ শতাংশ। ২ জানুয়ারি এই হার ছিল তিন শতাংশের নীচে। একই সময়ে, দেশে এ পর্যন্ত মোট ১৫১ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৪৫ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

আজ রোববার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ২৪২ জনের মৃত্যু হয়েছে কেরালা রাজ্যে। এ ছাড়া পশ্চিমবঙ্গে ১৯, মহারাষ্ট্রে ১৩, তামিলনাড়ুতে ১০, দিল্লিতে ৭, উত্তর প্রদেশে ৬ অন্ধ্র প্রদেশে ২ কর্ণাটকে ৪, জম্মু-কাশ্মীরে ৩ জনের মৃত্যু হয়েছে।   

সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি করোনা ভাইরাসের কবলে পড়েছেন। শনিবার আরও ২ জন বিচারকের মধ্যে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আদালতের ১৫০ কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।     

সংসদ ভবনের চার শতাধিক কর্মীর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ৬/৭ জানুয়ারি কর্মী ও নিরাপত্তা কর্মীদের করোনা পরীক্ষা করা হয়।  

হরিয়ানার রোহতকে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর ৫০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ওপিডি পরিসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মহারাষ্ট্র সরকার ১০ জানুয়ারী অর্থাৎ আগামী (সোমবার) থেকে রাজ্যে রাত ১১ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর করবে। স্কুল, কলেজ এবং কোচিং ইনস্টিটিউট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। মল এবং সেলুন ৫০ শতাংশ ক্ষমতার সাথে কাজ করবে।  

রাজস্থানে নয়া নির্দেশিকা কার্যকর হয়েছে। এখানে যারা ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন তারাই কেবল বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত পাবলিক ইভেন্টে উপস্থিত থাকতে পারবেন। 

এদিকে, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা করোনা পজিটিভ হয়েছেন। তিনি নিজেই ওই তথ্য জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ