পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, ‘সিবিআই’ তদন্তের দাবি
https://parstoday.ir/bn/news/india-i102504-পশ্চিমবঙ্গে_রেল_দুর্ঘটনায়_নিহতের_সংখ্যা_বেড়ে_৯_সিবিআই’_তদন্তের_দাবি
ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে ৭ জনের লাশ উদ্ধার হয়েছিল। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ জনে পৌঁছেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ১৭:৪৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, ‘সিবিআই’ তদন্তের দাবি

ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে ৭ জনের লাশ উদ্ধার হয়েছিল। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ জনে পৌঁছেছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনির কাছে রেললাইন থেকে উল্টে যায় গুয়াহাটিগামী বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। রাতে গুরুতর আহত সাতজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কমপক্ষে ১ হাজার ২০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আজ ভোর ৩ টা নাগাদ যাত্রীদের উদ্ধারের কাজ শেষ হয়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

আজ, সকাল পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনাস্থলে যান রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকালই রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের এক লাখ এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।       

এদিকে, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিজেপি এমপি রূপা গাঙ্গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দুর্ঘটনার কারণ খুঁজতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবি জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, ‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কী বেচারা বোঝে, ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা।’ এরপরেই রূপা গাঙ্গুলি বলেন, ‘সিবিআই তদন্ত প্রয়োজন।’     

রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও বিজেপি এমপি রূপা গাঙ্গুলি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবি জানিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।