ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা ও মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের দাবি
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি সাধু সম্মেলনে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে।
প্রয়াগরাজে অবস্থিত ব্রহ্মঋষি আশ্রমে ওই সাধু সম্মেলন বা ধর্ম সংসদে কয়েকশো সাধু-সন্তের উপস্থিতিতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিল করার দাবি জানানো হয়েছে।
গত (শনিবার) সন্ত সম্মেলনে বলা হয়, দেশের ১২৫ কোটি জনগণ নিজেদের ঘোষণা করুক যে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং আজ থেকে লেখালেখি শুরু করলেই এই আন্দোলন বড় আকার ধারণ করবে। শেষ পর্যন্ত, সরকার সাধু-সন্ত এবং সাধারণ জনগণের চাপের কাছে মাথা নত করবে। কারণ সন্ত সম্মেলনের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং ইসলামী জিহাদকে নির্মূল করা। এ সময়ে, সাধুদের পক্ষ থেকে ভারতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বিলুপ্ত করার দাবি জানানো হয়। এ ছাড়া হিন্দু মঠ মন্দিরের অধিগ্রহণ শেষ করাসহ বিভিন্ন প্রস্তাব পাস হয়।
সাধুরা বলেন, যে দুই ধর্মীয় নেতা নরসিংহানন্দ গিরি মহারাজ এবং ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী, যারা কারাগারে রয়েছেন, তাদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিতে হবে। সাধুরা বলেন, উভয় ধর্মীয় নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাধুদের অভিযোগ, জেলা প্রশাসন সাধুদের ফোন করে সম্মেলনে আসতে দেয়নি এবং নানাভাবে বাধা সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, নানা বিতর্কের জেরে প্রয়াগরাজে প্রশাসনের চাপের মুখে, ‘ধর্ম সংসদ’ নাম পরিবর্তন করে সন্ত সম্মেলন করা হয়েছিল। কারণ প্রশাসন ধর্ম সংসদ অনুষ্ঠিত হতে দিচ্ছিল না। এরপর এর নাম পরিবর্তন করে রাখা হয় সন্ত সম্মেলন।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।