উত্তর প্রদেশের এই নির্বাচন ষাঁড় তাড়ানোর নির্বাচন : অখিলেশ যাদব
-
সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব রাজ্য চলমান বিধানসভা নির্বাচনের মধ্যে বলেছেন, এই নির্বাচন ষাঁড় তাড়ানোর নির্বাচন।
তিনি আজ (রোববার) ফিরোজাবাদের সিরসাগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অখিলেশ যাদব বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রীর সবচেয়ে পছন্দের পশু হল ষাঁড়। সেই ষাঁড় মাঠে ঢুকে পড়ছে। আপনারা বলুন ষাঁড় ক্ষেতে ঢুকছে কী না? সেজন্য এই নির্বাচন উত্তর প্রদেশের ষাঁড়দের তাড়ানোর নির্বাচন।’
প্রসঙ্গত, রাজ্যটিতে কসাইখানা বন্ধ করে দেওয়ায় এবং গরু জবাই নিষিদ্ধ হওয়ায় মাঠে-ময়দানে গবাদি পশুর পাল হানা দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকায় সেখানকার কৃষকরা দুর্ভোগে পড়েছেন। রাত জেগে বাসা ছেড়ে ফসলের জমি পাহারা দিতে হচ্ছে তাদের।
এসপি নেতা অখিলেশ আজ বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন গরম বের করে দেবেন, কিন্তু প্রথম দফার নির্বাচনের পর তাঁর নেতা-কর্মীরা ঠাণ্ডা হয়ে পড়েছেন। বিজেপির লোকেরা উত্তর প্রদেশকে বরবাদ করছে।’
বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ওদের যে ছোটো নেতা ছোটো মিথ্যে বলেন, বড় নেতা বড় বড় মিথ্যে কথা বলে। ওদের সবচেয়ে বড় যে নেতা তিনি সবচেয়ে বড় মিথ্যে কথা বলছেন। আপনারা বলুন, বিজেপি মিথ্যেবাদীর দল কী না? ওরা বলেছিল, সরকার ক্ষমতায় এলে আমরা কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা এখানে বসে আছেন, সরকার কৃষকদের ফসলের উচিত মূল্য দিতে পারছে না।
বিজেপিশাসিত উত্তর প্রদেশে মোট সাত দফায় ৪০৩টি আসনে নির্বাচন হবে। গত (বৃহস্পতিবার) প্রথম দফায় ৫৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফায় ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফায় ২৩ ফেব্রুয়ারি, ৫ম দফায় ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফায় ৩ মার্চ এবং ৭ম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।#
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।