বিজেপি বিদ্বেষের পরিবেশ তৈরি করে ভোটব্যাঙ্ককে শক্তিশালী করে : মেহেবুবা
-
মেহেবুবা মুফতি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, বিজেপি বিদ্বেষের পরিবেশ তৈরি করে ভোটব্যাঙ্ককে শক্তিশালী করে। আজ (বৃহস্পতিবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।
পিডিপি কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে মেহেবুবা বলেন, ‘আমরা ২০১৪ সাল থেকে দেখছি বিজেপি কীভাবে বিভাজনমূলক বক্তব্যের রাজনৈতিক সুবিধা নিচ্ছে। বিজেপি আবেগের বিষয় তুলে নিরীহ জনসাধারণকে প্রতারণা করা ছাড়া আর কিছুই করেনি। আমরা চাই সহিংসতা বন্ধ হোক। বিজেপি হিন্দু-মুসলিম, জিন্নাহ, বাবর, আওরঙ্গজেবের কথা বলে। কিন্তু আওরঙ্গজেব ৫০০ বছর আগের, বাবর ৮০০ বছর আগের, আজ বাবর-আওরঙ্গজেবের প্রাসঙ্গিকতা কী? রাস্তাঘাট, সেচ, বেকারত্বের মতো কোনও ইস্যু নেই?’
দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সম্পর্কে মেহেবুবা বলেন, ‘জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানের পরিবর্তে গেরুয়া দল প্রকাশ্যে দেশে বিচ্ছিন্নতার পরিবেশ তৈরিতে নিযুক্ত রয়েছে। বিজেপি কী জানে, কাশ্মীরি পণ্ডিতদের কী হয়? তারা কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঘৃণা ছড়াতে চায়। জম্মু-কাশ্মীরে সবাইকে নৃশংসতার মুখোমুখি হতে হয়েছে। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রচার করছেন, ঠিক একইভাবে গত ৮ বছরে যদি তারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করতেন, তাহলে আজ তাদের অবস্থা অন্যরকম হতো।’
দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। বিরোধীরা এটিকে প্রচারমূলক সিনেমা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা বলেছেন, এই সিনেমার মাধ্যমে গোটা দেশ সত্য জানার সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ছবির প্রশংসা করেছেন। কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের ঘটনা দেখানো হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। বিজেপিশাসিত রাজ্যগুলোতে ছবিটি করমুক্ত করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।