জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় ‘সিআরপিএফ’ জওয়ান নিহত
-
জম্মু-কাশ্মীর
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিশাল কুমার নামে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’- এর এক জওয়ান নিহত হয়েছেন। গতকাল (সোমবার) ওই গেরিলা হামলায় আরও এক সিআরপিএফ জওয়ান আহত হলে তিনি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেরিলা হামলায় নিহত জওয়ান বিশাল কুমারের জন্য আজ (মঙ্গলবার) ‘সিআরপিএফ’ বাডগামে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ সময় নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে আসা পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, আমরা সেই জওয়ানকে স্যালুট জানাই যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। রাজ্যে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের এই উন্মাদনা বরদাস্ত করা হবে না।
কাশ্মীর উপত্যকায় স্থানীয় নয় এমন শ্রমিক এবং সিআরপিএফ কর্মীদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে, পুলিশের মহাপরিচালক বলেন, এই আক্রমণগুলো বর্বরতা এবং উন্মাদনার স্পষ্ট প্রকাশ। তিনি বলেন, গত তিন মাসে ৪২ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। ২০২১ সালে ৩২ জন বিদেশী জঙ্গি নিহত হওয়ার কথাও বলেন পুলিশের ডিজিপি।
আজ হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, গতকাল সোমবার শ্রীনগরের লাল চক সংলগ্ন মায়সুমা এলাকায় প্রকাশ্য দিবালোকে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’ জওয়ানদের ওপর গুলিবর্ষণ করে অজ্ঞাত গেরিলারা। এতে দুই জওয়ান গুরুতর আহত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা চলাকালীন সিআরপিএফ জওয়ান বিশাল কুমারের মৃত্যু হয়। তার একটি গুলি লেগেছিল। দ্বিতীয় জওয়ানের অবস্থা স্থিতিশীল এবং তাকে চিকিৎসার জন্য সেনাবাহিনীর বাদামিবাগের ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীরা তিনটি হামলা চালিয়েছে, যার ফলে একজন সিআরপিএফ কর্মী নিহত হয়েছে এবং বিহারের দু’জন শ্রমিক এবং একজন কাশ্মীরি পণ্ডিত সহ চারজন আহত হয়েছেন। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।