ভারতে সিবিআই ইস্যু
কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ প্রসঙ্গে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ (সোমবার) বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
রাজ্যের বিগত বামফ্রন্ট সরকারের নাম না করে মমতা বলেন, ‘আমি বনধকে সমর্থন করি না। মনে রাখবেন, বনধ করে করে আগুন লাগিয়ে, জ্বালিয়ে সর্বনাশার রাজনীতি করে গেছে যারা, তাদের বিরুদ্ধে ক’টা ‘সিবিআই’ তদন্ত হয়েছে? ক’টা ‘ইডি’ (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তদন্ত হয়েছে? ক’টা সিপিএম নেতাকে গ্রেফতার করেছে আজ পর্যন্ত? কেউ হয়েছে? হয়নি।’
মমতা বিভিন্ন রাজ্যে সহিংস ঘটনা প্রসঙ্গে বলেন, ‘উত্তর প্রদেশের লখিমপুর থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উত্তর প্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, নাগাল্যান্ড থেকে শুরু করে, অসম থেকে শুরু করে, মধ্য প্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে কত লোক খুন হয়েছে, কিন্তু ক’টা ‘সিবিআই’ তদন্ত হয়েছে? ক’টা ‘ইডি’ হয়েছে?’
তিনি বলেন, ‘আপনারা ভাবছেন তৃনমূলকে আটকাও। তার কারণ, তৃণমূল ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বেগ দেবে। এটাই তো আসল ভয়! জেনে রাখবেন তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, মিডিয়া দিয়ে চক্রান্ত হচ্ছে, এজেন্সি দিয়ে চক্রান্ত করা হচ্ছে। ধরুন, একটা ছেলে খুন হয়েছে, সেখানে ১২১ জনকে ডেকে পাটিয়ে নিয়মিত বসিয়ে রাখছে! এটা কী তদন্ত? কী চলছে আমরা সবাই জানি। আমাদের এত দুর্বল ভাববেন না। বন্দুক, বোমা নিয়ে তৃণমূল বেরোবে না, ধামসা, মাদল নিয়ে বেরোবে। ধামসা, মাদল, ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ সবই আমাদের হাতে আছে। শান্তির জন্য যা যা করা দরকার, সবকিছুই করব আমরা।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রমজান মাসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে আসন্ন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।