মে ০৮, ২০২২ ১৯:২৪ Asia/Dhaka
  • বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে প্রয়োজনে বুলডোজার চালানো হবে: আদেশ গুপ্তা

ভারতের রাজধানী দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের নিশানা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বুলডোজার চালানোর কথা বলেছেন।

আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা তার কর্মী ও দিল্লিবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি, কিন্তু আম আদমি পার্টি (আপ) ওই লোকদের বাঁচাচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের ওপর বুলডোজারও চালাব। দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের সমস্যা বাড়ছে। দিল্লি’র ‘আপ’ সরকার তাদের ‘আধার কার্ড’, ‘ভোটার কার্ড’, ‘রেশন কার্ড’ এবং পেনশন দেওয়ার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।   

বিজেপি নেতা আদেশ গুপ্তা বলেন, আম আদমি পার্টি এসব লোককে সরকারি জমি দখল করাচ্ছে। এ ছাড়া, দিল্লি সরকারের বিধায়করা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের শিশুদের ভর্তির জন্য স্কুলের ‘ইডব্লিউএস’ কোটা ব্যবহার করছেন। তিনি বলেন, যারা দেশের নাগরিক নয়, আমরা তাদের দেশে থাকতে দেবো না। প্রয়োজনে বুলডোজারও চালানো হবে।

‘আউটলুক’ হিন্দি গণমাধ্যমে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা শনিবার দিল্লি শহরের বাসিন্দাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি’দের অবৈধভাবে বসবাস করার বিষয়ে দলকে জানাতে বলেছেন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।  ওই বিজেপি নেতার দাবি- শহরে প্রায় পাঁচ লাখ ‘রোহিঙ্গা ও বাংলাদেশি’ বাস করে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দিল্লিতে বসবাসরত অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমস্যা মোকাবেলায় দিল্লির জনগণকে এগিয়ে আসতে হবে।’ আদেশ গুপ্তা বলেন, ‘আমরা দিল্লির জনগণকে তাদের এলাকার কাছাকাছি অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বসতি সম্পর্কে আমাদের জানাতে আবেদন করছি। মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের দ্বারা করা দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা পুলিশকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলবো।’

দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) ক্ষমতায় রয়েছে। #     

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০ ৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ