দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২৭, নিখোঁজ ২৯, শোক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/india-i107920-দিল্লিতে_অগ্নিকাণ্ডের_ঘটনায়_মৃত_২৭_নিখোঁজ_২৯_শোক_রাষ্ট্রপতি_ও_প্রধানমন্ত্রীর
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনায় ২৯ জন নিখোঁজ রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৪, ২০২২ ১৭:০১ Asia/Dhaka
  • দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২৭, নিখোঁজ ২৯, শোক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনায় ২৯ জন নিখোঁজ রয়েছেন।

গণমাধ্যমে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিমাঞ্চলের মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি চারতলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত ও ১২ জন ঝলসে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এখনও পর্যন্ত ২৫টি লাশ শনাক্ত করা যায়নি।   

আজ (শনিবার) সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, মৃতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে,  এবং সমস্ত আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই ঘটনায় যেই দোষী প্রমাণিত হবে  তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত  আরোগ্য কামনা করি।’ টুইটারে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যরা। 

পুলিশের ডিসিপি সমীর শর্মা বলেন, এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। যার মধ্যে ২ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ২৫ জনের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন ২৮ জন। ‘এনওসি’র প্রশ্নে তিনি বলেন, ওই বিষয়ে তদন্ত চলছে।#   

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/ ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।