মুর্শিদাবাদে শ্রোতা মিলনমেলায় রেডিও তেহরানের পুরস্কার বিতরণ
https://parstoday.ir/bn/news/india-i108080-মুর্শিদাবাদে_শ্রোতা_মিলনমেলায়_রেডিও_তেহরানের_পুরস্কার_বিতরণ
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের গ্রান্ট হলে গত ১৫ মে অনুষ্ঠিত হয়ে গেল বেতার শ্রোতাদের এক মিলনমেলা।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
মে ১৮, ২০২২ ০৯:১০ Asia/Dhaka
  • মুর্শিদাবাদে শ্রোতা মিলনমেলায় রেডিও তেহরানের পুরস্কার বিতরণ

ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের গ্রান্ট হলে গত ১৫ মে অনুষ্ঠিত হয়ে গেল বেতার শ্রোতাদের এক মিলনমেলা।

মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে আয়োজিত এ শ্রোতা মিলনমেলায় প্রায় দেড় শতাধিক বেতারপ্রেমী শ্রোতাবন্ধু ও গুণীজন উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, রেডিওর ঘোষক-ঘোষিকা, ডি-এক্সিং জগতের শ্রোতাবন্ধু এবং বেতার বন্ধনের কর্মকর্তাগণ অনুষ্ঠান মঞ্চকে আলোকিত করেন।

এই অনুষ্ঠানে "বেতার ভুবন" নামে একটি পত্রিকার শুভ উদ্ভোধন ঘটে। 

এই শ্রোতা মিলনমেলায় রেডিও তেহরান আয়োজিত মাসিক কুইজ বিজয়ী ও শ্রেষ্ঠ শ্রোতা বিজয়ী ভারতীয় শ্রোতাদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। 

সেইসাথে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতা ও কুইজ বিজয়ী ভারতীয় শ্রোতাদের কাছে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এছাড়া, শ্রোতাদের হাতে তুলে দেওয়া হয় রেডিও তেহরান-এর চল্লিশ বছর পূর্তি শুভেচ্ছা কার্ড, অনুষ্ঠান সূচি এবং ব্রশিয়ার।

 

বার্তা প্রেরক

এস এম নাজিম উদ্দিন

মনিটর, রেডিও তেহরান বাংলা, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮