কাশ্মীরে গেরিলা হামলায় নিহত ব্যাংক ম্যানেজার, উপত্যকা ছাড়ার চেষ্টা সংখ্যালঘুদের
https://parstoday.ir/bn/news/india-i108738-কাশ্মীরে_গেরিলা_হামলায়_নিহত_ব্যাংক_ম্যানেজার_উপত্যকা_ছাড়ার_চেষ্টা_সংখ্যালঘুদের
জম্মু-কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলারা বিজয় কুমার নামে একজন ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২২ ১৯:৫৫ Asia/Dhaka
  • কাশ্মীরে গেরিলা হামলায় নিহত ব্যাংক ম্যানেজার
    কাশ্মীরে গেরিলা হামলায় নিহত ব্যাংক ম্যানেজার

জম্মু-কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলারা বিজয় কুমার নামে একজন ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন।

আজ (বৃহস্পতিবার) কাশ্মীর ফ্রিডম ফাইটার্স (কেএফএফ) নামে একটি গেরিলা  গোষ্ঠী ওই ঘটনার দায় স্বীকার করেছে। শুধু তাই নয়, ‘কেএফএফ’এক চিঠিতে সতর্কবার্তাও দিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের একই ফল হবে।

কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে সংগঠনটি একটি চিঠি প্রকাশ করে বলেছে, ‘কুলগামে আমাদের ক্যাডাররা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে। এতে বিজয় কুমার নামে এক ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু হয়েছে। কাশ্মীরের জনবিন্যাসগত পরিবর্তনের সাথে যারা জড়িত তাদেরও একই ফল হবে। এতে আরও বলা হয়েছে, এটি সেই সমস্ত বহিরাগতদের জন্য একটি চোখ খোলার বিষয়, যারা এই বিভ্রমের মধ্যে বাস করছেন যে মোদির নেতৃত্বাধীন সরকার তাদের এখানে স্থায়ী করে দেবে। এখন বহিরাগতদের বোঝা উচিত যে এ জন্য তাদের প্রাণ হারাতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল ৩ জুন নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। এতে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও শামিল হবেন। অমিত শাহ গতমাসেও কাশ্মীর নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন।     

একটি পরিসংখ্যানে প্রকাশ, জম্মু-কাশ্মীরে গত ২৬ দিলে ৮টি টার্গেট কিলিং এর ঘটনা প্রকাশ্যে এসেছে। ৭ মে শ্রীনগরে পুলিশ কনস্টেবল গুলাম হাসান দার, ১২ মে বাডগামে রাহুল ভাট (সরকারি কর্মচারী), ১৩ মে পুলওয়ামায় রিয়াজ আহমদ ঠাকোর (পুলিশকর্মী), ১৭ মে বারামুল্লায় রণজিৎ সিং (মদের দোকানের কর্মী), ২৪ মে সাইফুল্লাহ কাদরি (পুলিশ কনস্টেবল), ২৫ মে আমরিন ভাট (টিভি শিল্পী), ৩১ মে কুলগামে রজনী বালা (শিক্ষিকা), এবং আজ ২ জুন নিহত হলেন ব্যাংক  ম্যানেজার বিজয় কুমার।  

এদিকে, আজ ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।  

আজ (বৃহস্পতিবার) হিন্দি গণমাধ্যম অমর উজালা’সূত্রে প্রকাশ, কুলগামে রজনী বালা নামের শিক্ষিকা হত্যার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় উপত্যকা থেকে জম্মুতে পাড়ি দিয়েছেন ১০০ জনের বেশি কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের মানুষজন। উত্তর কাশ্মীরের বারামুল্লার একটি কাশ্মীরি পণ্ডিত কলোনির সভাপতি অবতার কৃষ্ণ ভাটের মতে, মঙ্গলবার থেকে ওই এলাকায় বসবাসকারী ৩০০ পরিবারের প্রায় অর্ধেকই চলে গেছে। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/ ২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।