ভারতের মহারাষ্ট্রে মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতার ১
ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় সুফি বাবা (৩৫) নামে পরিচিত একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ধর্মীয় নেতার নাম সুফি খাজা সৈয়দ জারিব চিশতি বলে জানা গেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, এবং তিন জনকে আটক করেছে। বলা হচ্ছে, তিনি ছিলেন আফগানিস্তানের বাসিন্দা ছিলেন । পুলিশ বলছে, ওই ঘটনার সঙ্গে ৪ জন জড়িত। হত্যার ঘটনাটি ঘটেছে ইওলা তালুকের চিচন্ডি এমআইডিসি এলাকায়। পুলিশ হত্যাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মুসলিম ওই ধর্মীয় নেতাকে হত্যার কারণ এখনো স্পষ্ট হয়নি। হত্যার পর চার চাকার গাড়িতে করে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি পালিয়ে যায়।
স্থানীয় এসপি শচীন পাতিলের মতে, সুফি সাধক গতকাল শহরের দু/তিনটি জায়গায় গিয়ে খাবার খেয়েছিলেন। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ওই হত্যার ঘটনা ঘটেছে।
আফগানিস্তান থেকে আসার পর, দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের নাসিকে বাস করছিলেন সুফি খাজা সৈয়দ জারিব চিশতি। পুলিশ কর্মকর্তা শচীন পাটিলের মতে হত্যার পিছনে কোনও ধর্মীয় কারণ নেই। পুলিশ সূত্রে প্রকাশ, মুম্বাই থেকে কমপক্ষে ২০০ কিলোমিটার দূরে ইওলার চিচন্ডি এমআইডিসি এলাকার একটি খোলা প্লটে মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে। হামলাকারীরা সুফিকে মাথায় গুলি করে, এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। হত্যার পর হামলাকারীরা নিহত সুফি বাবার এসইউভি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে জানার পরে, তদন্তের জন্য আসা পুলিশ হত্যার সাথে জড়িত একজন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি সুফি বাবার এসইউভি গাড়ি উদ্ধার করতে সমর্থ হয়েছে। বাকি হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকারীদের আলামত সংগ্রহ করতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।#
পার্সটুডে/পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।