মেঘালয়ে বিজেপি নেতার খামার বাড়িতে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার ৭৩
https://parstoday.ir/bn/news/india-i110962-মেঘালয়ে_বিজেপি_নেতার_খামার_বাড়িতে_পতিতালয়_চালানোর_অভিযোগ_গ্রেফতার_৭৩
ভারতের মেঘালয়ে বিজেপি’র সহ-সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খামার বাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয় চালানোর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুলাই ২৪, ২০২২ ১৭:৫২ Asia/Dhaka
  • মেঘালয়ে বিজেপি নেতার খামার বাড়িতে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার ৭৩

ভারতের মেঘালয়ে বিজেপি’র সহ-সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খামার বাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয় চালানোর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ওই বিজেপি নেতার রিম্পু বাগান খামার বাড়িতে অভিযান চালিয়ে তালাবন্ধ অস্বাস্থ্যকর ঘর থেকে ছয় শিশুকে উদ্ধার করেছে। বিজেপি নেতা বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ওই ঘটনায় এ পর্যন্ত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,  বার্নার্ড এন মারাকের রিসর্টে পতিতালয় চালানো হচ্ছিল। পুলিশ বলছে  ‘উদ্ধার হওয়া সমস্ত শিশুই আতঙ্কিত ও বিধ্বস্ত। তারা  ঠিক করে কথাও বলতে পারছে না। মনে করা হচ্ছে, রিম্পু ওই জায়গাটি (খামার বাড়ি) পতিতাবৃত্তির জন্য ব্যবহার করতেন।’ 

৮ ঘণ্টার অভিযানে পুলিশ ম্যানেজার, তত্ত্বাবধায়ক এবং আরও তিনজন কর্মীকে গ্রেফতার করেছে এবং ৩৬টি গাড়ি,  ৪৭টি মোবাইল ফোন, ১ লাখ ৬৮ হাজার ২৬৮ মিলিলিটার মদ,  ৫০০টি অব্যবহৃত গর্ভনিরোধক (কন্ডোম) এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করেছে।  

পুলিশ বলছে, পুলিশের টিম বেশ কিছু যুবক ছেলে মেয়েকে খামার বাড়ি চত্বরে, ঘরের ভিতরে এবং গাড়ির ভিতরে প্রকাশ্যে মদ্যপান করতে দেখেছে। তাদের মধ্যে কেউ কেউ পোশাক ছাড়াই অথবা খুব কম পোশাক পরে গাড়ির ভিতরে বসে ছিল। সে অনুযায়ী তল্লাশি দল ৬৮ জন ছেলে ও মেয়েকে হেফাজতে নিয়েছে।  

অন্যদিকে, একটি বিবৃতিতে, গারো উপজাতি স্বায়ত্তশাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিজেপি নেতা বার্নার্ড এন মারাক, খামারবাড়িতে অভিযান চালানোর জন্য মুখ্যমন্ত্রী সাংমার কঠোর সমালোচনা করেছেন এবং পতিতালয় চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। 

বিজেপি নেতা মারাকের দাবি, মুখ্যমন্ত্রী হতাশ হয়ে পড়েছেন কারণ তিনি জানেন যে তিনি তার দক্ষিণ তুরা আসনটি বিজেপির কাছে হারাচ্ছেন। খামারবাড়িতে অভিযান আমার ভাবমূর্তি এবং রাজনৈতিক প্রতিহিংসার একটি মরিয়া প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন মারাক। #  

 

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।