জম্মু-কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনা: আধাসামরিক বাহিনীর ৬ জওয়ান নিহত
জম্মু-কাশ্মীরের চন্দনওয়াড়িতে ভয়াবহ দুর্ঘটনায় আধাসামরিক বাহিনীর ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) সকাল ১১ টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে।
অমরনাথ তীর্থ যাত্রার দায়িত্বে নিয়োজিত ‘আইটিবিপি’ জওয়ানদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে প্রকাশ, ওই দুর্ঘটনায় ৬ জওয়ান প্রাণ হারান। দুর্ঘটনায় অনেক জওয়ান আহত হয়েছেন। তাদের এয়ারলিফট করে শ্রীনগর আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
আইটিবিপি জওয়ানদের বহনকারী বাসটি চন্দনওয়াড়ি থেকে পহেলগাম যাচ্ছিল। এরপর বাসের ব্রেক ফেইল করায় বাসটি খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। বাসটিতে ৩৯ জন জওয়ান ছিলেন। এর মধ্যে ৩৭ জন জওয়ান ‘আইটিবিপি’র এবং ২ জন ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান।
চন্দনওয়াড়ি পহেলগাম থেকে ১৬ কিমি দূরে। সম্প্রতি অমরনাথ তীর্থ যাত্রা শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে ওই তীর্থযাত্রায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজ নিজ ইউনিটে ফিরে যাচ্ছিলেন। ওই জওয়ানরা তাদের দায়িত্ব পালন করে ফিরছিলেন। এরপর ব্রেক ফেল করায় তাদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। বাসটি অনেক নিচে নদীর তীরে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
বলা হচ্ছে, বিধ্বস্ত বাসটির পেছনে ছিল ‘আইটিবিপি’র আরেকটি বাস। এতে কমান্ডোরা ছিলেন। সামনের বাসটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত অন্য বাসে থাকা কমান্ডোরা নেমে উদ্ধার তৎপরতা শুরু করে। সামান্য আহত জওয়ানদের চিকিৎসার জন্য পহেলগামে পাঠানো হয়েছে। একই সঙ্গে যারা গুরুতর আহত হয়েছেন, তাদের বিমানে করে শ্রীনগরে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে ‘আইটিবিপি’ ওই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৬