সিপিএম ‘ধর্মনিরপেক্ষ’,ওরা মন্দির-মসজিদের রাজনীতি করে না : সৌগত রায়
-
সৌগত রায়
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, রাজ্যে বিরোধী দল সিপিএম সম্পর্কে বলেছেন, ‘ওরা অত্যাচারী, গণতন্ত্র বিরোধী কিন্তু ‘ধর্মনিরপেক্ষ’। #মন্দির-মসজিদের রাজনীতি করে না।’ তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
অধ্যাপক সৌগত রায় আজ বলেন, ‘পশ্চিমবঙ্গে বা যেকোনো রাজ্যে একটা অপজিশান স্পেস থাকে, বিরোধীদের একটা জায়গা থাকে। পশ্চিমবঙ্গে বিধানসভায় সংখ্যার বিচারে বিজেপি সেই জায়গাটা নিয়েছিল। গত বিধানসভা নির্বাচনে একদমই তার বাইরে চলে গিয়েছিল সিপিএম। তারা একটাও আসন পায়নি। সেখান থেকে ছাত্র-যুবদের হাত ধরে সিপিএম উঠে দাঁড়াবার চেষ্টা করছে। বিজেপির ‘নবান্ন’ অভিযান ব্যর্থ হওয়ার পরে ওরা (সিপিএম) একটা ভালো অভিযান করলেন। আমার মতে, সিপিএম খুবই খারাপ, কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি। বিজেপির বড় মিছিল হওয়ার থেকে আমি সিপিএমের বড় মিছিল হলে খুশি হই। তার কারণ ওরা ‘ধর্মনিরপেক্ষ’। ওরা অত্যাচারী, গণতন্ত্র বিরোধী কিন্তু ‘ধর্মনিরপেক্ষ’। মন্দির-মসজিদের রাজনীতি করে না।’
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল ও সিপিএমকে কটাক্ষ করে বলেছেন, ‘সিপিএম ও তৃণমূলের রাজনীতি একই। ওনারা চেষ্টা করছেন বামপন্থিদের ভোট যেন বাড়ে। এদের দুটো দলই হল ‘ছদ্ম ধর্মনিরপেক্ষ দল’। আমরা ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ’ বা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী দল। সেজন্য ওদের দু’জনের হিডেন এজেন্ডা একই, ভারতবর্ষকে টুকরো করা এবং পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানানো’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সিপিএম ও বিজেপি’র বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হলেও তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায়ের মুখে সিপিএম সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে ওই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।