মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু
https://parstoday.ir/bn/news/india-i117094-মুখ্যমন্ত্রী_পদে_শপথ_নিলেন_কংগ্রেস_নেতা_সুখবিন্দর_সিং_সুখু
ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু।    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সুখবিন্দর সিং সুখুজীকে অনেক অভিনন্দন। আমি হিমাচল প্রদেশের উন্নয়নে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’ 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২২ ১৮:৫৪ Asia/Dhaka
  • সুখবিন্দর সিং সুখু
    সুখবিন্দর সিং সুখু

ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু।    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সুখবিন্দর সিং সুখুজীকে অনেক অভিনন্দন। আমি হিমাচল প্রদেশের উন্নয়নে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’ 

আজ (রোববার) শিমলায় তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রাজ্যের সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, হিমাচল প্রদেশ কংগ্রেসের দায়িতবশীল রাজীব শুক্লা, রাজ্য কংগ্রেস সভাপতি প্রতিভা সিং, কংগ্রেস নেতা শচীন পাইলট ও অন্যরা।       
৬৮ আসন সমন্বিত হিমাচল প্রদেশ বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক ফিগার হল ৩৫। কংগ্রেস জিতেছে ৪০টি আসন। অর্থাৎ, কংগ্রেস সুস্পষ্টভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে ঐক্যবদ্ধ রেখে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। আপাতত দলটি তা সফলভাবে করতে সমর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  
আজ শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, আমরা ১০টি গ্যারান্টি দিয়েছি, সেগুলো এবার বাস্তবায়ন করব। মন্ত্রিসভা সম্প্রসারণের পর কোনটা আগে হবে তা ঠিক করা হবে। আমরা রাজ্যবাসীকে একটি স্বচ্ছ ও সৎ সরকার উপহার দেবো। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আরও বলেন, আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওপিএস (ওল্ড পেনশন স্কিম) বাস্তবায়ন করব। আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করা হবে। 
চার বারের বিধায়ক ৫৮ বছর বয়সী সুখবিন্দর সিং সুখু রাজ্যের সাবেক কংগ্রেস প্রধান এবং ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসেরও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলের রাজ্য শাখার সভাপতি ছিলেন। বরাবরই তিনি হিমাচল প্রদেশে যুব কংগ্রেস নেতাদের উৎসাহিত করার তৈরি করার পক্ষে ছিলেন। বিজেপির প্রেম কুমার ধুমালের পর রাজ্যের হামিরপুর জেলা থেকে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।