পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগের হানা
https://parstoday.ir/bn/news/india-i118316-পশ্চিমবঙ্গের_তৃণমূল_বিধায়ক_জাকির_হোসেনের_বাড়িতে_আয়কর_বিভাগের_হানা
ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও  প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এছাড়া আয়কর কর্মকর্তারা সামশেরগঞ্জের গোবিন্দপুর এবং ধূলিয়ান পৌরসভার খরবোনায় দুটি বিড়ি কারখানায় অভিযান চালিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ১৯:১৯ Asia/Dhaka
  • জাকির হোসেন
    জাকির হোসেন

ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও  প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এছাড়া আয়কর কর্মকর্তারা সামশেরগঞ্জের গোবিন্দপুর এবং ধূলিয়ান পৌরসভার খরবোনায় দুটি বিড়ি কারখানায় অভিযান চালিয়েছেন।

সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরির মালিক ওলিউল ইসলাম ও ধূলিয়ানের বিজলি বিড়ি ফ্যাক্টরির মালিক লায়েক আলির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই অভিযান চালানো হলো।

আজ (বুধবার) সকালে কেন্দ্রীয় বাহিনী ওই তিনটি জায়গা ঘিরে ফেলে। সাড়ে দশটা নাগাদ আয়কর দপ্তরের কর্মকর্তারা ৬টি গাড়ি চড়ে হাজির হন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে। সেই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। ওই বাড়িতেই থাকেন জাকির হোসেনের স্ত্রী, পুত্র, কন্যা। বাড়িতে ঢুকে আয়কর দপ্তরের কর্মকর্তারা বিধায়ক ও তার পরিবারের সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন।

গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। এর আগে তিনি রাজ্যের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। #

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।