মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় সন্ত্রাসীদের মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি, ক্ষুব্ধ মুসলিম নেতারা
https://parstoday.ir/bn/news/india-i118802-মহারাষ্ট্রে_পুলিশের_মহড়ায়_সন্ত্রাসীদের_মুখে_আল্লাহু_আকবর’_ধ্বনি_ক্ষুব্ধ_মুসলিম_নেতারা
ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পুলিশের সন্ত্রাস বিরোধী মহড়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার অভিযোগে মুসলিম নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৭:৫৫ Asia/Dhaka
  • মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় সন্ত্রাসীদের মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি, ক্ষুব্ধ মুসলিম নেতারা

ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পুলিশের সন্ত্রাস বিরোধী মহড়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার অভিযোগে মুসলিম নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ওই ঘটনায় মুসলিম নেতাদের পক্ষ থেকে জেলা পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মুসলিমদের অভিযোগে বলা হয়েছে, মহড়াটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ছিল, যেখানে সন্ত্রাসীদের একটি দলকে  ‘মুসলমান’ হিসেবে দেখানো হয়েছে। অভিযোগকারী মুসলিম নেতারা বলেন, চন্দ্রপুরে পুলিশের মহড়া নিয়ে আমাদের আপত্তি রয়েছে, যেটিতে পুলিশকে দেখানোর কথা ছিল কীভাবে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু সে সময় পুলিশের ‘মুসলিম বিদ্বেষ’ বেরিয়ে পড়েছে।

মুসলিম নেতাদের মতে, মহারাষ্ট্রের মহাকালী মন্দিরে আয়োজিত 'সন্ত্রাস বিরোধী মহড়া’য়, পুলিশ সদস্যদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধ্বনি দিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। মহড়ায় একদল সন্ত্রাসী একটি উপাসনালয় দখল করে ভক্তদের পণবন্দি করে। এবং তারা 'আল্লাহু আকবর' ধ্বনিও দেয়। মুসলিমরা বলেছেন, সন্ত্রাসীদের ভূমিকা পালনকারীরা মহড়ার সময় 'আল্লাহু আকবর' বলে স্লোগান দিয়েছেন, যা আমরা পছন্দ করি না। মুসলমানদের সফট টার্গেট করা হচ্ছে। মহড়ায় মুসলমানদের ছদ্মবেশ কেন দেওয়া হয়েছে?  

ওই বিষয়ে একদল আইনজীবী জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দিয়েছেন। অন্যদিকে, এ নিয়ে শোরগোল সৃষ্টি হলে গতকাল (রোববার) পুলিশ  সুপার (এসপি) রবীন্দ্র সিং পরদেশীর বক্তব্য এসেছে। তিনি বলেছেন, এ ধরনের ভুল যাতে আর না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। কর্মকর্তাদের মতে, মহড়াটি গত ১১ জানুয়ারি মহারাষ্ট্রের বিখ্যাত মহাকালী মন্দিরে স্থানীয় পুলিশ, সন্ত্রাসবিরোধী স্কোয়াড, বিশেষ ইউনিট সি-৬০ এবং অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত হয়েছিল। #  

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/ ২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।