আমি জীবন্ত লাশের মতো বেঁচে আছি
এদের শেষ দেখে ছাড়ব: মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমি এদের শেষ দেখে ছাড়ব।
তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের সিঙ্গুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিগত সিপিএম সরকারের আমলে তার উপর হওয়া অত্যাচারের কথা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম-বিজেপি আমাকে ভয় দেখায়। ওরা জানে না, বন্দুকের গুলি আমার মাথার পাশ দিয়ে বেরিয়ে গেছে, আমায় টাচ করতে পারেনি। আমার মাথা থেকে সারা শরীর ক্ষতবিক্ষত। আমি জীবন্ত লাশের মতো বেঁচে আছি। তবুও আমি এদের শেষ দেখে ছাড়ব। ’মমতা এ সময়ে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘যদি লড়তে পারো, লড়ো, যদি করতে পারো করো, যদি গড়তে পারো গড়ো। তা না হলে কলসি দিচ্ছি, পুকুরে গিয়ে কী করো?’ এর পরের অংশটুকু আর স্পষ্ট না করে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করেন।
মমতা আজ বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করতে গিয়ে রমযান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রোজার মাস চলছে। এক মাস ধরে যারা রমযান পালন করছে, রমযানের উপবাস করছে, আল্লাহতায়ালা তাদের উপবাস, তাদের রোজা যেন কবুল করে। আমি সবাইকে আপনাদের অনেক অনেক সালাম জানাই এজন্য। দোয়া করবেন যাতে আমাদের মা-মাটি-মানুষের সকলেই ভালো থাকবে।’
মুখ্যমন্ত্রী মমতা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে আগামীকাল ও পরশু ধর্না-অবস্থান কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘আগামীকাল ১২ টা থেকে আমি আম্বেদকর মূর্তির সামনে আমি ধর্নায় বসব। তার কারণ- ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তার টাকা দিতে হবে, ঐক্যশ্রীর টাকা দিতে হবে, ‘ওবিসি’র টাকা বন্ধ করলে কেন জবাব দাও। গণতন্ত্র হত্যা করলে কেন তারও জবাব চাই’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।