এপ্রিল ১৯, ২০২৩ ১৭:৩৮ Asia/Dhaka
  • ভারতে ফের করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা বাড়ছে

ভারতে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশে ১০ হাজার ৫৪২ টি নয়া সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

আগের দিন, করোনাভাইরাসের ৭ হাজার ৬৩৩ টি নয়া সংক্রমণ নথিভুক্ত করা হয়েছিল। এই প্রেক্ষাপটে আজ করোনা সংক্রমণ বেড়েছে। এমন পরিস্থিতিতে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ আবারও সংশ্লিষ্ট সকলের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে। ফলস্বরূপ, অনেক রাজ্যে মাস্কও ফিরে এসেছে।

দেশে এ নিয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৬২। একই সময়ে ৩৮ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ১৯০ জনে দাঁড়িয়েছে। করোনার দৈনিক পজিটিভিটির হার ৪.৩৯ শতাংশ। কিন্তু সাপ্তাহিক পজিটিভিটির হার ৫.১৪ শতাংশে পৌঁছেছে। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮,১৭৫ জন সুস্থ হয়েছেন। এর ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪,৪২,৫০,৬৪৯ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রতিরোধে ৪৮৭টি ডোজ দেওয়া হয়েছে। জানা গেছে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার ১৪টি পরীক্ষা করা হয়েছে।

করোনার সবচেয়ে সক্রিয় সংক্রমণ রয়েছে কেরালায়। কেরালায় বর্তমানে ১৯ হাজার ৭১৪ জন করোনার সক্রিয় রোগী রয়েছে। যেখানে, মহারাষ্ট্রে ৬ হজার ৮৭টি,  দিল্লিতে ৪ হাজার ৯৭৬ টি, হরিয়ানায় ৪ হাজার ৩৬২ টি, উত্তর প্রদেশে ৩ হাজার ৬৯৩ টি, তামিলনাড়ুতে ৩ হাজার ৩৩০টি,  ছত্তিশগড়ে ২ হাজার ২২২ টি কেস এবং কর্ণাটকে ১ হাজার ৯০৪টি সক্রিয় সংক্রমণের ঘটনা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ ঈশ্বর গিলাদা বলেছেন, কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আমরা কোভিডের বেশি ঘটনা পেতে পারি। # 

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ