পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বনধের ডাক
https://parstoday.ir/bn/news/india-i122690-পশ্চিমবঙ্গে_বিজেপি_কর্মী_খুনের_প্রতিবাদে_বনধের_ডাক
ভারতের পশ্চিমবঙ্গের ময়নায় বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০) নামে এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগে ‘এর শেষ দেখে ছাড়ব’ বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ০২, ২০২৩ ১৭:৫৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বনধের ডাক

ভারতের পশ্চিমবঙ্গের ময়নায় বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০) নামে এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগে ‘এর শেষ দেখে ছাড়ব’ বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি আজ (মঙ্গলবার) এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে এ সংক্রান্ত মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি আগামীকাল (বুধবার) ওই ঘটনার প্রতিবাদে ময়নায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছেন। বিজেপির দাবি, পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় গতকাল সোমবার দিবাগত রাতে বিজেপি বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে (৬০) হত্যার পিছনে রাজ্যে শাসক দল তৃণমূলের হাত রয়েছে।

ওই বিষয়ে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, সোমবার বিকেল ৫টা নাগাদ বাকচায় বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। এই ঘটনায় শাসকদলের যোগ রয়েছে বলেই দাবি তার। ঘটনার প্রতিবাদে আজ (মঙ্গলবার) ময়নার তিনমাথার মোড়ে পথ অবরোধ করে বিজেপি।

রাজ্যে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ময়নার ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা বলেন, ‘কিছুদিন আগে গোরামহল গ্রামের বাসিন্দা সরস্বতী মণ্ডলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ময়না থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার জেরেই সোমবার বিকেল নাগাদ বিজয়কৃষ্ণের সঙ্গে কয়েক জনের ঝামেলা বাধে। নিজেদের মধ্যে মারামারির ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এর পিছনে রাজনীতির কোনও যোগ নেই।’

‘ঘটনাটিতে রাজনৈতিক রং লাগিয়ে বিজেপির লোকেরা রাতভর তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। তবে যে বা যারা দোষী, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা।

এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বুধবার ময়না এলাকায় বনধ হবে। তবে জরুরি পরিসেবা চালু থাকবে। পূর্ব মেদিনীপুরের একশো জায়গায় অবরোধ চলবে। আগামী পরশুদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ তদন্তের দাবিতে এবং বিজয়কৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ পরে ১৫ হাজারের মিছিল হবে বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২