বিজেপির লুটপাট, মিথ্যাচার, অহংকার ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন : সোনিয়া
(last modified Sun, 07 May 2023 03:49:50 GMT )
মে ০৭, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • সোনিয়া গান্ধী
    সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ‘ইউপিএ’ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, কর্ণাটক ও দেশের উন্নতির জন্য বিজেপির লুটপাট, মিথ্যাচার, অহংকার ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন।

গতকাল (শনিবার) সন্ধ্যায় সোনিয়া গান্ধী কর্ণাটকের হুবলিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সোনিয়া গান্ধী বলেন, ‘যাদের কাজ ঘৃণা ছড়ানো, তাদের বিরুদ্ধে 'ভারত জোড়ো পদযাত্রা' সংগঠিত হয়েছিল। বিজেপি সরকারের লুটপাট, মিথ্যাচার, অহংকার ও বিদ্বেষের পরিবেশ থেকে মুক্তি না পেলে কর্ণাটকের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না।’  কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ১৩ মে।

সোনিয়া গান্ধী বিজেপিকে টার্গেট করে বলেন: ‘কর্ণাটক ভগবান বাসভান্না, মহাকবি কুভেম্পুর ভূমি। কিন্তু বিজেপি প্রতিদিন তাদের অনুভূতিকে অপমান করছে। নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য কর্ণাটক ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। সামাজিক সম্প্রীতি, উন্নয়ন, লুট ও কমিশনমুক্ত কর্ণাটকের জন্য কংগ্রেসই আপনার একমাত্র ভরসা। ১৯৭৮ সালে, যখন ইন্দিরাজী কেন্দ্রীয় সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন কর্ণাটকের চিকমাগালুর তাকে সম্পূর্ণ সমর্থন করেছিল। ২৪ বছর আগে আমি যখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমিও বেল্লারির মানুষদের আস্থা ও সমর্থন পেয়েছি। এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের কর্তব্য।’  

তিনি বলেন,  বিজেপি নেতা হুমকি দিয়েছেন যে তারা জিততে না পারলে কর্ণাটকের মানুষ প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ পাবে না এবং দাঙ্গা হবে। আমি বিজেপিকে বলতে চাই যে কর্ণাটকের মানুষ কারও আশীর্বাদের উপর নির্ভর করে না, বরং তাদের নিজেদের পরিশ্রম ও সংকল্পের উপর নির্ভর করে। ১০ মে কর্ণাটকের মানুষ বলে দেবে তারা কী মাটি দিয়ে তৈরি বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। 

পার্সটুডে/এমএএইচ/এনএম/৭  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

   

 

ট্যাগ