আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের মন্তেশ্বরে দলীয় এক জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। তিনি বিজেপির পরাজয় সম্পর্কে বলেন, ২০২১ সালে এর সূচনা হয়েছিল। ২০২৪ সালে আমরা বিসর্জন করব দিল্লির বুকে, সেজন্য বর্ধমান আজকে শপথ নিক। তিনি এ সময়ে বিজেপিকে উৎখাত করার শপথ নেওয়ার আহ্বান জানান। অভিষেক বলেন, এদের প্রত্যাখ্যান করবেন তো? বহিরাগতদের বিতাড়িত করবেন তো? আপনারা তৃণমূলের হাত শক্তিশালী করবেন।’
অভিষেক বলেন, ‘গণতন্ত্রে শেষ কথা কোনও শাসক বলে না, কোনও বিরোধী বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আপনি আজকে ভোট দিয়েছেন বলে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী ভাবছে কী, আমি জাতি, আমি ধর্মের রাজনীতি করে, মানুষের মধ্যে বিভাজন, ভাগাভাগি করে মানুষের টাকা আটকে রেখে মানুষকে পেটে মেরে আমি রাজত্ব চালাব? মানুষ ভোট দিয়েছেন বলেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। মানুষ যদি চায় আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামাতে দশ সেকেন্ড সময় লাগবে না। এটাই গণতন্ত্র। আর মানুষ যদি চায় আগামীদিন দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র।’
জুন-জুলাই মাসে বাংলা থেকে ১০ লাখ লোক এবং এক কোটি চিঠি নিয়ে দিল্লির বুকে যাব, দেখব কোন নেতার ক্ষমতা রয়েছে যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখবে বলেও মন্তব্য করেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৩