আমরা প্রাণ দিলে দেশমাতৃকার জন্য দেবো
দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না: অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেছেন, আমরা প্রাণ দিলে দেশমাতৃকার জন্য দেবো, কিন্তু দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না।
গতকাল (বুধবার) দিবাগত রাতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডিপুরে (চাঁদিপুর) দলীয় নেতা-কর্মীদের এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘মেদিনীপুরের মাটি আর আন্দোলন হচ্ছে সমার্থক। মেদিনীপুরের মাটি বা এই জেলার ভূমি আর লড়াই হচ্ছে সমার্থক। এই জেলার মাটি কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। মেদিনীপুরের মাটি, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মাটি, ক্ষুদিরাম বসুর মাটি। আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর ১৯ বছরের জীবন, নরেন্দ্র মোদীর ৭২ বছরের জীবন নয়, যে যখন ইচ্ছা হল, পার্লামেন্ট বদলে দিলাম, নোট বদলে দিলাম, জায়গার নাম বদলে দিলাম, শহরের নাম পাল্টে দিলাম, রেল স্টেশনের নাম পাল্টে দিলাম!’
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আরও বলেন, ‘আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর ১৯ বছরের জীবন। যিনি ফাঁসির আগে বলে গিয়েছিলেন, ‘হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’। সেজন্য আমরা যদি প্রাণ দিই এই দেশমাতৃকার জন্য দেবো, দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না।’
বিজেপি নেতাদের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমরা মাথানত করলে বাড়ির গুরুজনদের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহ্র কাছে করব, মা-বাবার কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগত বা গুজরাটের বহিরাগতদের কাছে মেদিনীপুরের লোকেরা মাথানত করবে না। এটা আজকে শপথ ও প্রতিজ্ঞা করে সভাস্থল থেকে যেতে হবে’ বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১