জুন ২৯, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  • ভারতের বিভিন্ন রাজ্যে ঈদুল আযহা পালিত,  রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভারতের বিভিন্ন রাজ্যে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘ঈদুজ্জোহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ভালোবাসা, ত্যাগ ও ত্যাগের পবিত্র উৎসব ঈদুজ্জোহা। এই উৎসব আমাদেরকে ত্যাগের পথে চলতে এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করতে অনুপ্রাণিত করে। আসুন, এই উপলক্ষ্যে আমরা সবাই মিলে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির অঙ্গীকার করি।’

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছায় বলেছেন,  ‘ঈদুল আযহার শুভেচ্ছা। এই দিনটি আপনাদের সকলের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। এটি আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির চেতনাকেও সমুন্নত রাখুক। ঈদ মুবারক!’  

আজ (বৃহস্পতিবার) দিল্লির ঐতিহাসিক জামে মসজিদসহ অন্যান্য মসজিদে ঈদুল  আযহার নামাজ আদায় করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে আজ জামে মসজিদ চত্বরসহ গোটা দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ের মাহিম দরগাহে মুসুল্লিরা নামাজ আদায় করেছেন। পাঞ্জা শরীফ দরগাহে ঈদের নামাজ আদায় করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপলক্ষে পাঞ্জাবে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তান রেঞ্জার্স আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করেছে। ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কর্মকর্তারা বিজিবি বাহিনীর কর্মকর্তাদের সাথে মিষ্টি বিনিময় করেছেন।

ঈদ উপলক্ষে কর্ণাটকের বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চামরাজপেটের ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘আমরা এখানে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করতে এসেছি। কিছু শক্তি আছে যারা সাম্প্রদায়িক উত্তেজনা ও শত্রুতা সৃষ্টি করতে চায়। আমাদের তাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের শান্তির জন্য কাজ করতে হবে।’  

আজ উত্তর প্রদেশের ইলাহাবাদসহ (প্রয়াগরাজ) বিভিন্ন স্থানের পাশাপাশি আগ্রার ঐতিহাসিক তাজমহল চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, রাজস্থানের জয়পুরে, বিহারের পাটনা গান্ধী ময়দানে, কেরালার কোচি, তিরুবনন্তপুরমে চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়ামসহ অন্যত্র বিপুলসংখ্যক মানুষজন ঈদের নামাজ আদায় করেছেন। #           

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ