'বিজেপিকে রেখে দিলে আলসার, আর বাড়তে দিলে ক্যানসার'
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের দম্ভ চূর্ণ-বিচূর্ণ করব:অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রী ও এই সরকারকে আকাশ থেকে টেনে হিঁচড়ে দম্ভ ও অহংকার চূর্ণ করা হবে।
রাজ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ (শুক্রবার) বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের বারবনিতে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি আজ বেশ চড়া সুরে কেন্দ্রীয় বিজেপি সরকারকে উৎখাত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রীর দম্ভ ও অহংকার এমন জায়গায় পৌঁছে গেছে, মানুষকে মানুষ বলে মান্যতা দিচ্ছেন না। সেজন্য মানুষকে দায়িত্ব নিতে হবে এই প্রধানমন্ত্রী ও এই সরকারকে আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দম্ভ, অহংকার ও ঔদ্ধত্যকে চূর্ণবিচূর্ণ আমরাই করব।’
তিনি বলেন, ‘যারা বাংলার মানুষকে ভাতে মারতে চাচ্ছে, তাদের ভোটের মাধ্যমে জবাব দিয়ে প্রমাণ করতে হবে যে বাংলা কারও কাছে মাথা নত করে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৮ জুলাই আপনাদের জবাব দিতে হবে জোড়া ফুলে ভোট দিয়ে। তিনি এ সময়ে বিজেপির প্রতীক পদ্মফুলের উল্লেখের মধ্য দিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, ভোট বাক্স যখন খুলবে ‘পদ্মফুল’ যেন ‘চোখে সর্ষের ফুল’ দেখে।’
অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টার। অন্যদিকে, এই পশ্চিম বর্ধমানে সবচেয়ে বড় চোর জিতেন তিওয়ারি বসে আছে বিজেপিতে গিয়ে। বিজেপি এমন একটা দল, যেটা রেখে দিলে আলসার, আর বাড়তে দিলে ক্যানসার’ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
প্রসঙ্গত, রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তেড়েফুঁড়ে মাঠে নেমেছে। #
পার্সটুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।