মোদী সরকার পুনরায় ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র থাকবে না: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, মোদী সরকার পুনরায় ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র থাকবে না।
তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূলের পক্ষ থেকে শহীদ স্মরণ কর্মসূচি উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মমতা আজ বলেন, কাজ করতে করতে মানুষ বেছে নেবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসবে, আর কোন সরকার ক্ষমতায় আসবে না। এরপরেই তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে সুর চড়িয়ে বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসলে গণতন্ত্র আর থাকবে না। যদি মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র আর থাকবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসলে জনগণ থাকবে না। কোনও গণতন্ত্র থাকবে না, কোনও মা-বোনের সম্মান থাকবে না। ওদেরকে ছুঁড়ে ফেলে দিন, তাহলেই আপনারা শান্তি পাবেন। আমরা চেয়ার চাই না, শান্তি চাই। ওরা দেশকে বিক্রি করতে চায়, আর আমরা দেশকে রক্ষা করতে চাই। দেশকে আমরা রক্ষা করতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিশাসিত মণিপুরে সম্প্রতি দু’জন নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানো, তাদেরকে যৌন নির্যাতন করা এবং গণধর্ষণের অভিযোগে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। মমতা আজ সেই ইস্যুতেও সোচ্চার হয়েছেন। মমতা বলেন, ‘মণিপুরে যে নির্যাতন, বর্বর ঘটনা ঘটেছে তা লজ্জা! অসভ্যতা! ধিক! ধিক! ধিক! পৃথিবীর অন্যতম সভ্যতার লজ্জা! যা ঘটেছে আমার উপজাতি বোনেদের ওপরে, দলিতদের ওপরে, সাধারণ ভাইবোনেদের ওপরে। যে বোনেদের রাস্তায় উলঙ্গ করে যেভাবে নির্যাতন করেছে, আমরা তাদের বলি, তোমরা বীর, সহস্র বীর নারী। ভয় পেয়ো না, এগিয়ে যাও, তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তোমাদের এই লড়াইয়ের জন্য।’ আমরা জাতি দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২১