সৈয়দ আহমদ বুখারির মন্তব্য
'প্রধানমন্ত্রীকে মুসলমানদের মনের কথা শোনা উচিত, মুসলিম হওয়ার কারণে আমরা শাস্তি পাচ্ছি'
ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সৈয়দ আহমদ বুখারি বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আপনার ‘মনের কথা’ (রেডিওতে মাসিক ‘মন কী বাত’ অনুষ্ঠান) বলেন, এবার মুসলমানদের মনের কথাও শুনুন।
গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিজেপিশাসিত হরিয়ানার নূহের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতাসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা মুসলিম বলেই শাস্তি পাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে এ সব করা হচ্ছে এটা সবার জানা। জুমার নামাজের আগে জামে মসজিদে দেওয়া বক্তব্যে মাওলানা সৈয়দ আহমদ বুখারি এসব কথা বলেন।
মাওলানা বুখারি বলেন, ‘কোনো দল চিরকাল ক্ষমতায় থাকবে না। প্রধানমন্ত্রীর উচিত পরিস্থিতি বোঝা এবং মনোযোগ দেওয়া। স্বাধীনতার ৭৫ বছর পরও মুসলমানরা সামাজিক ন্যায়বিচার পায়নি। ‘সাচার কমিটির রিপোর্ট’ তারই দর্পণ। আমাদের জন্য কমিশন তৈরি হতে থাকে কিন্তু কিছুই হয়নি। আমাদের অবস্থা দলিতদের চেয়েও খারাপ।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনা দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। মণিপুর, মেওয়াত, ট্রেনে মুসলমানদের হত্যা করা, গুরুগ্রামে নির্দোষ ইমামকে হত্যা করা হয়েছে, নূহতে নিরপরাধদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। আজ মেওয়াতের মুসলমানদের অবস্থা তাদের ঘরবাড়ি নেই, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা খোলা আকাশের নিচে বাস করতে বাধ্য হচ্ছে। ভারতের কোনো আইন কী বলে যে তদন্ত ছাড়াই মানুষের বাড়িঘর ভেঙে ফেলতে হবে? আমরা সহিংসতা সমর্থন করি না, যা ঘটেছে তা বেদনাদায়ক। এটা ভারতের মতো গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়।’
মাওলানা বুখারী বলেন, ‘দেশ আজ সাম্প্রদায়িকতার কবলে। এই সাম্প্রদায়িকতা দেশের জন্য বড় বিপদ। এক ধর্মে বিশ্বাসী মানুষকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েত করে (জনসমাবেশ) ‘মুসলমানদের বয়কট’ করার কথা বলা হচ্ছে! হিন্দুদের বলা হচ্ছে মুসলমানদের বয়কট করতে। নূহ, মেওয়াতসহ (বিজেপিশাসিত) হরিয়ানার অনেক এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে মুসলমানদের হুমকি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ৫৭টি দেশের মুসলমানরা কী কখনো অন্য কোনো ধর্মের মানুষকে ‘বয়কট’ করার কথা বলেছে? গতকাল পর্যন্ত আমরা সবাই একসাথে থাকতাম কিন্তু কিছু ধর্মান্ধ এ দেশের পরিবেশ নষ্ট করে দিয়েছে। এ জন্য কী আমাদের পূর্বপুরুষরা আত্মত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছিলেন?’
মাওলানা বুখারী আরও বলেন, ‘আমি ভারতের মুসলমানদের পক্ষ থেকে বলছি যে আমরা সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমাদের সাথে কথা বলুন, হিন্দু নেতাদের সাথেও কথা বলুন এবং তারপর একটি যৌথ বৈঠক করুন। এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করুন যাতে দেশকে এই বিদ্বেষের পরিবেশ থেকে বাঁচানো যায়।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও বড় হৃদয় নিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।