দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অতিথিদের আগমন শুরু
https://parstoday.ir/bn/news/india-i127838-দিল্লিতে_জি_২০_শীর্ষ_সম্মেলনে_অতিথিদের_আগমন_শুরু
ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে বিদেশি রাষ্ট্র প্রধানরা আসা শুরু করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka
  • দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অতিথিদের আগমন শুরু

ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে বিদেশি রাষ্ট্র প্রধানরা আসা শুরু করেছেন।

আজ (বৃহস্পতিবার) মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথসহ অন্য অতিথিরা দিল্লি পৌঁছেছেন। মরিশাসের প্রধানমন্ত্রীকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন, জলপথ ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক।

এর আগে গত (মঙ্গলবার) দিল্লি পৌঁছেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল। বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের গ্রহণ করা ও স্বাগত জানাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে।    

আগামীকাল (শুক্রবার) দিল্লিতে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল বিকে সিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছলে তাকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জারদোশ।

জানা গেছে আজ (বৃহস্পতিবার) ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা হবেন বাইডেন। শুক্রবার দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। জানা গেছে, এ সময়ে উভয় রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি আলোচনায় আসবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ (কোয়াড)’-এর চার সদস্যরাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান) সমন্বয় আরও নিবিড় করার প্রসঙ্গও।

প্রসঙ্গত, ৯/১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ দেশগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। বিশ্বের ২০টি শক্তিশালী দেশের নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ওই সম্মেলনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জাতীয় রাজধানীকে জাঁকজমকভাবে সাজানো হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।