অস্বীকার করল বিজেপি
অভিষেককে ‘ইডি’র তলব, প্রতিহিংসার রাজনীতি বলল তৃণমূল
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’ জিজ্ঞাসাবাদ করছে। ওই ঘটনাকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করেছে তৃণমূল।
এ প্রসঙ্গে আজ (বুধবার) রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানেন যদি নরেন্দ্র মোদীর সরকার বা দল হিসেবে বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যেভাবে স্বচ্ছন্দে বিচরণ করছে এবং যে আধিপত্যবাদ তারা প্রতিষ্ঠা করেছে সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর থাকত না।’
ইডি’র নোটিশ পেয়ে আজ (বুধবার) সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির কার্যালয় সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘ইন্ডিয়া’জোটের অন্যতম নেতা। আজই দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির একটি বৈঠকে তার থাকার কথা ছিল। কিন্তু ইডির তলব পেয়ে আজই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। ইডির তলবের কারণে ‘সমন্বয় কমিটি’র প্রথম বৈঠকে হাজির থাকতে পারেননি অভিষেক।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সন্ধ্যা ৬টা অবধি ইডি দফতর থেকে বেরোতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের পক্ষ থেকে ওই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, লজ্জাজনকভাবে বিজেপি ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যাই হোক না কেন, আমরা মানুষের জন্য নিরন্তর কাজ করে যাব। আমরা ভীত নই। সত্যিটা হল, ওরা ভয় পেয়েছে।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার সঙ্গে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে বিজেপি। ‘সিবিআই’, ‘ইডি’র মাধ্যমে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। জনগণের সেবা থেকে আমাকে সরানো যাবে না। জনগণের কাছে পৌঁছনো থেকে আমাকে আটকানো যাবে না।’
আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন এবং একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন। ফিরহাদ বলেন, 'আমি অভিষেককে ধন্যবাদ জানাই, বাঘের বাচ্চার মতো পরোয়া না করে ইডির মুখোমুখি হয়েছে, চাইলেই চিঠি দিয়ে জানাতে পারত আজ যাবে না। কিন্তু তা করেনি' বলেও মন্তব্য করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
# পার্সটুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।