বিএসপি নেতা দানিশ আলি এমপিকে সংসদে কটূক্তির প্রতিবাদ
স্পিকারকে কংগ্রেসসহ ৪ দলের চিঠি, পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিজেপি এমপি রমেশ বিধুরি বিএসপি নেতা দানিশ আলি এমপি সম্পর্কে অশালীন মন্তব্য করায় লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।
গত ২১ সেপ্টেম্বর রাতে সংসদে চন্দ্রযান নিয়ে আলোচনা চলাকালে বিএসপি নেতা দানিশ আলি এমপিকে কটূক্তি ও অশালীন মন্তব্য করেন বিজেপি এমপি রমেশ বিধুরি। এ নিয়ে চারটি বিরোধী দল বিএসপি নেতা দানিশ আলি এমপিকে সমর্থন করে বিজেপি এমপি রমেশ বিধুরির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি করছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের পাশাপাশি, ডিএমকে, এনসিপি এবং টিএমসি গতকাল (শুক্রবার) ওই ইস্যুতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে।
চিঠিতে বিজেপি এমপি রমেশ বিধুরির আচরণ ও মন্তব্যের বিষয়টি সংসদের বিশেষাধিকার কমিটির কাছে পাঠানোর এবং তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিরোধীরা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উদাহরণ উদ্ধৃত করেছে, যাকে বর্ষাকালীন অধিবেশনে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে কেন বিজেপি এমপির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জিজ্ঞাসা করা হয়েছে।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি চিঠিতে বলেছেন, দানিশ আলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তার বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার করা হয়েছে। এর চেয়েও পরিতাপের বিষয় হলো সংসদীয় ইতিহাসের ৭৫ বছর পূর্তি উদযাপনের সময় এ ঘটনা ঘটল। আমাদের দাবি এই বিষয়টি প্রিভিলেজ কমিটি বিস্তারিত তদন্ত করে দোষী সদস্য রমেশ বিধুরির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক।
একইভাবে চিঠও লিখেছেন ডিএমকে নেত্রী কানিমোঝি, টিএমসি এমপি অপরূপা পোদ্দার এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এমপি সুপ্রিয়া সুলে। কানিমোঝি তার চিঠিতে বলেছেন, বিজেপি এমপি রমেশ বিধুরি বিএসপি নেতা দানিশ আলি এমপির বিরুদ্ধে সবচেয়ে খারাপ, অবমাননাকর গালি ব্যবহার করেছিলেন, যা লোকসভার রেকর্ডের অংশ।
এদিকে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বিএসপি নেতা দানিশ আলির সাথে তার বাসভবনে দেখা করেন। এ সময় দানিশ আলীকে জড়িয়ে ধরেন রাহুল। দানিশ আলির সঙ্গে দেখা করে রাহুল গান্ধী গণমাধ্যমকে বলেন, ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলছে। রাহুলের সাথে দেখা করার পর দানিশও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, রাহুলের সাথে দেখা করার পর তিনি অনুভব করেছিলেন যে তিনি একা নন।রাহুল আমাকে সাহস বাড়াতে এখানে এসেছেন। তিনি আমাকে বলেছেন যে এই জিনিসগুলো মনে রাখবেন না এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আমি তার কথায় স্বস্তি অনুভব করেছি এবং ভালো লেগেছে যে আমি একা নই।
ওই ইস্যুতে লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপি এমপি রমেশ বিধুরিকে সতর্ক করে বলেছেন, হাউসে এমন আচরণের পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দলীয় এমপি রমেশ বিধুরিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। আপত্তিকর মন্তব্যের পরেই বিরোধীদের চাপের মুখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু কংগ্রেসসহ অনেক বিরোধী দল বিজেপি এমপি রমেশ বিধুরিকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি করছে।#
পার্সটুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।