ফিরহাদ হাকিমের বাড়ির সামনে কেন্দ্রীয় সরকার-বিরোধী শ্লোগান
তৃণমূল নেতা-মন্ত্রীর বাড়িতে ‘সিবিআই’ তল্লাশি; নজর ঘোরাবার চেষ্টা-কুণাল
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’।
আজ (রোববার) একইদিনে রাজ্যের সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ওই তল্লাশি চালায়।
এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির নির্দেশিত পথে কয়েকজনের বাড়িতে সিবিআই পাঠিয়ে, এজেন্সি পাঠিয়ে নজর ঘোরাবার জন্য, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এটা অভিষেকের ধর্নার যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে, শুধু কোলকাতা নয়, দিল্লিতেও, তার থেকে নজর ঘোরাবার জন্য এ ধরণের দুরভিসন্ধিমূলক চক্রান্তমূলক কাজ এরা করেছে।’
এর আগে গত (বৃহস্পতিবার) রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’। একটানা কমপক্ষে ১৯ ঘণ্টা রথীন ঘোষের বাড়িতে চলে জোর তল্লাশি। এছাড়া কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার সাবেক চেয়ারম্যান পাচু রায়ের বাড়িসহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। তার ঠিক তিনদিনের মাথায় এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালালো সিবিআই।
শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভাতেও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। কোলকাতা হাই কোর্টে সেই মামলা উঠলে কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের ভার দেয় আদালত। এর পর থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই।
আজ কোলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চালানোর খবর পেয়ে তার অনুগামীরা ঘটনাস্থলে পৌঁছন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মেয়র ও মন্ত্রীর অনুগামীরা। ওঠে কেন্দ্রীয় সরকার-বিরোধী শ্লোগান। তাদের অভিযোগ- রাজনৈতিক কারণেই এই সিবিআই তল্লাশি চালানো হচ্ছে। #
পার্সটুডে/ এমএএইচ/ ০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।