'ওরা মনুষ্যত্বহীন ও দুর্বল'
হাসপাতালে ইসরাইলি হামলা অমানবিক ও যুদ্ধ অপরাধ: মাওলানা সিদ্দিকুল্লাহ
ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় হতাহতের ঘটনাকে অমানবিক ও যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
জমিয়তের রাজ্য সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ (বুধবার) রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটা অমানবিক, যুদ্ধ অপরাধ। পৃথিবীর যারা শান্তিপ্রিয় দেশ, তারাও কঠোরভাবে নিন্দা জানাক। মানুষ হাসপাতালের পরিসেবা পাবে না, তাহলে জাতিসঙ্ঘের দায়িত্ব কোথায়? প্রশ্নটা তা নিয়েও। যারা কাছাকাছি আছেন, মানুষের পরিসেবা দিতে পারেন, যেভাবেই হোক না কেন, ওদের পরিসেবা দিক। এটা প্রচণ্ড অন্যায়, এর প্রতিবাদের ভাষা নেই।’
তিনি বলেন, ‘আমরা এখানে বড় প্রতিবাদ করতাম, কিন্তু পুজো-পার্বণ চলছে বলে আমরা এখন স্থগিত করেছি। আমরা চেষ্টায় আছি ফিলিস্তিন যদি কোনো সাহায্য নেয়, আমরা তাদের সাহায্য দিতে প্রস্তুত আছি।’
গাজার হাসপাতালে ইসরাইলি হামলা প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘ওরা অমানবিক সেটা আবার প্রমাণ করলো। ওরা মনুষ্যত্বহীন ও দুর্বল। আধমরা মানুষকে মারছে, রুগীকে মারছে! মানে সুস্থ মানুষের রক্ত পিপাসায় তাদের পেট ভরছে না। পৃথিবীতে যার (হাসপাতাল) পরিসেবা সর্বসম্মত, সেই জায়গায় ওরা আঘাত করছে। এত ওরা পাশবিক, এত জঘন্য, এত ঔদ্ধত্য। মূল্যবোধ, মানবতাবোধ বলে কিছু নেই। পাশবিকের যে চেহারা তা স্পষ্ট হয়েছে। আমি চাইব ফিলিস্তিনের যারা আছেন, গাজার যারা আছেন, ধৈর্য ধরুন এবং বুদ্ধিমত্তার সাথে সকলে যেন বাঁচতে পারেন সেই পদক্ষেপ নিন।’
জাতিসঙ্ঘের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জাতিসঙ্ঘ কতদিন বসে থাকবে? আগামী প্রজন্মকে কী কৈফিয়ত দেবে জাতিসঙ্ঘ? জাতিসঙ্ঘের কোনো শান্তি বাহিনী নেই? তার অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে কী? যারা শান্তিবাহিনী পাঠাতে চাচ্ছে তাদের অনুমতি দিক।’
ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করে তিনি বলেন, ফসফরাস বোমা ব্যবহার করার জন্য তারা দায়ী, আর যারা চিকিৎসাধীন নিরীহ মানুষ সেখানে হামলা চালানোয় ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। চেঙ্গিস খান বেঁচে নেই, হিটলার নেই, ফেরাউন, নমরুদ নেই, ওরাও একদিন থাকবে না। জাতিসঙ্ঘের অপরাধ হল তারা চুপচাপ দেখছে! এইদিন দেখার জন্যই মনে হয় জাতিসঙ্ঘ ছিল বলেও তীব্র কটাক্ষ ও ক্ষোভ প্রকাশ করেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। #
পার্সটুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।