রাজ্যে দুর্নীতির অভিযোগে কর্মসূচি বিজেপির
বিজেপিকে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না: কুণাল
-
কুণাল ঘোষ
পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করার পাশাপাশি সংখ্যালঘু মুসলিম ভোটার কাছে টানার বার্তা দিয়েছেন। এ সময়ে তিনি ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর কথাও উল্লেখ করেন।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ (সোমবার) পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে তৃণমূলের সাংগঠনিক সভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। কুণাল বাবু আজ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সংখ্যালঘু ভোটারদের বোঝান। আমরা হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ করি না, করবও না। আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাইকে এক সঙ্গে নিয়ে চলি। কিন্তু বিজেপি আর সিপিএম হাতে হাত মিলিয়ে সংখ্যালঘুদের বোঝাতে চাচ্ছে তৃণমূলকে ভোট দিও না। ‘আইএসএফ’কে সামনে এগিয়ে দিচ্ছে। আপনাদের এই জেলায় আরেকটি সংস্থা আছে তাকে সামনে এগিয়ে দিচ্ছে। ওরা চাচ্ছে ভোটের মেরুকরণ। উগ্রহিন্দু ভোট বিজেপি নেবে। হিন্দুরা কী বিজেপির বাপের সম্পত্তি নাকি? আমরাও জন্মসূত্রে হিন্দু। বিজেপিকে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না। ওরা চাচ্ছে সংখ্যালঘু ভোট সিপিএমকে দিয়ে কংগ্রেসকে দিয়ে ‘আইএসএফ’কে দিয়ে, আরেকটা সংগঠন আছে তাকে এরা স্পনসর করছে। এদের পতাকা সরবরাহ করছে, মঞ্চ বেঁধে দিচ্ছে। এসব জিনিস করা যাবে না।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারে যদি ক্ষমতায় আসা যায় তাহলে এক মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’কে দিয়ে শুভেন্দুকে কলার ধরে গ্রেফতার করানো হবে।’ শুভেন্দুকে যদি চোর, চিটিংবাজ, জালিয়াত না বলতে পারে তাহলে পূর্ব মেদিনীপুরে আজকের দিনে তার তৃণমূলের সৈনিক হওয়ার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
এদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ যখন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন তখন আজ বিজেপির একাধিক এমপি ও বিধায়ক পশ্চিমবঙ্গে চাকরি চুরি, রেশন চুরি, ১০০দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে পানি, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনা ইত্যাদির অভিযোগে প্রতিবাদ জানাতে আগামী ২৯ নভেম্বর 'কলকাতা চলো 'কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান দিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।