তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মন্ত্রী নিরঞ্জন জ্যোতির
পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগে সংসদে সোচ্চার তৃণমূল এমপি সুদীপ
ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি।
আজ (মঙ্গলবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওই ইস্যুতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সোচ্চার হলে পাল্টা জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একশো দিনের কাজ, আবাস যোজনা নিয়ে আপনারা দুর্নীতির কথা বলছেন। বাংলা একটি বড় রাজ্য। ৩৮ হাজার গ্রাম আছে। যে গ্রামে অভিযোগ এসেছে, সেখানে টাকা দেওয়া বন্ধ করা যেতে পারে। কিন্তু পুরো রাজ্যকে কেনো টাকা দেওয়া বন্ধ করা হয়েছে? দু’বছর ধরে টাকা দেওয়া হচ্ছে না। এটা খুব দুঃখের বিষয়। তিনি আরও বলেন, ওই ইস্যুতে আমরা দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি চলে যাওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি।’ ওই ইস্যুতে আজ তৃণমূল এবং বিজেপি এমপিদের মধ্যে সংসদে হৈচৈ শুরু হয়।
পাল্টা জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূল এমপিদের টার্গেট করে বলেন, আমি দেখা করব বলে সময় দিয়েছিলাম, কিন্তু ওরা আমার সঙ্গে দেখা করেননি। সাধ্বী নিরঞ্জন বলেন, ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ওদের সঙ্গে দেখা করার জন্য ওই দিন তিনি তার দফতরে আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। প্রথমে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল পাঁচজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করবেন। পরে তারা ১০ জন আসতে চেয়েছিলেন। এরপর পুরো সংসদীয় দল তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। তিনি তাতেও রাজি হয়েছিলেন বলে দাবি করেন মন্ত্রী। কিন্তু, এরপরও তারা তার সঙ্গে দেখা করতে আসেননি বলে অভিযোগ সাধ্বী নিরঞ্জন জ্যোতির।
তিনি আরও বলেন, তিনি সেদিন মোটেই পিছনের দরজা দিয়ে পালাননি। তিনি প্রত্যেকদিনই কৃষি ভবনের ৪ নম্বর দরজা দিয়ে বের হন। সেদিনও, তাই করেছিলেন। এই বিষয় নিয়ে রাজনীতি করার স্বার্থেই ওরা এমন করছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৫