মমতাকে অপমান: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজকে বহিষ্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) দিল্লিতে তৃণমূলের নারী এমপি এবং কোলকাতায় নারী নেত্রী-মন্ত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন। ওই ইস্যুতে গতকাল (বুধবার) কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাকে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দুনিয়ায় রয়েছেন। বাংলায় যখন গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি হচ্ছে, তখন উনি ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক! কেন্দ্রীয় মন্ত্রী এসময়ে নিজের শরীরও দুলিয়েছেন বলে অভিযোগ। প্রসঙ্গত, ‘ঠুমকা’ নৃত্যশৈলীর একটি ভঙ্গিমা। তবে তা সাধারণত খুব ‘প্রশংসাসূচক’ অর্থে প্রয়োগ করা হয় না। সেই সূত্রেই গিরিরাজের মন্তব্যে তৃণমূলের মনে হয়েছে, মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করতেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা এ ধরণের শব্দ ব্যবহার করেছেন যা অপমানজনক। এরপরেই ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ কোলকাতার হাজরা মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ সময়ে তারা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এবং কার্যত নেচে গেয়ে গিরিরাজ সিংকে কটাক্ষ করেন। পোস্টারে লেখা ছিল ‘ধিক্কার-ধিক্কার, গিরিরাজ সিংকে ধিক্কার’, ‘বাংলার মা-বোনেরা দিচ্ছে ডাক, বিজেপি সরকার নিপাত যাক’, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কারণে আক্রমণ, গিরিরাজ সিং জবাব চাই’ ‘নারীদের সম্মানহানিকর এই বিজেপি সরকার আর না’ ইত্যাদি।

অন্যদিকে আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে পোস্টার প্রদর্শনের মধ্যদিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তৃণমূলের নারী এমপি’রা।
এতে শামিল হন মৌসম বেনজির নূর,মহুয়া মৈত্র, শতাব্দী রায়,মালা রায়, প্রতিমা মণ্ডল এবং অপরূপা পোদ্দার। তৃণমূল এমপিদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। সব মিলিয়ে ওই ইস্যুতে তৃণমূল ওই ইস্যুতে বিজেপিকে পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।