মহুয়া মৈত্রের এমপি পদ খারিজ: প্রতারণা করল বিজেপি: মন্তব্য মমতার
-
মহুয়া মৈত্র
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (শুক্রবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ধ্বনি ভোটে তার এমপি পদ খারিজের প্রস্তাব পাস হয়।
এর আগে তাকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করা এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র অবশ্য এসব অভিযোগের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন।
মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ সম্বলিত এথিক্স কমিটির ৪৯৫ পাতার প্রতিবেদন আজ লোকসভায় জমা পড়ে। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকেও স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু স্পিকার সময় দেননি। এমনকি মহুয়াকে কিছু বলারও অনুমতি তিনি দেননি। এরপর ধ্বনি ভোটে মহুয়া মৈত্রের এমপি পদ খারিজের প্রস্তাব পাস হয়।

এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তের পর তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র। সংসদ থেকে বেরিয়ে তিনি বলেন, এথিক্স কমিটি ভালো করে যাচাই না করেই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনো প্রমাণ নেই কোথাও। মোদী সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন মহুয়া মৈত্র।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইস্যুতে বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ওদের আমরা বিশ্বাস করি না। ওরা যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে। এটা ওরা মানুষের সঙ্গে প্রতারণা করলো। তা তোমার যদি এতই রাজনৈতিক শক্তি থাকতো, তুমি লড়াই করে ওকে হারাতে নির্বাচনে। আর তো মাত্র ২/৩ মাস বাকি নির্বাচনের। এটা না করে ২/৩ মাস আগে এমন কী ঘটল যে, একজন মহিলা এমপিকে তোমাদের তাড়িয়ে দিতে হলো? লজ্জা করে না! বিজেপির লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৮