ভারতীয় সংসদে সন্দেহজনক ধোঁয়া ছড়ানোয় তীব্র চাঞ্চল্য, দুটি ঘটনায় গ্রেফতার ৪
(last modified Wed, 13 Dec 2023 12:45:46 GMT )
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৮:৪৫ Asia/Dhaka
  • ভারতীয় সংসদে সন্দেহজনক ধোঁয়া ছড়ানোয় তীব্র চাঞ্চল্য, দুটি ঘটনায় গ্রেফতার ৪

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার দর্শক আসন থেকে আচমকা ২ ব্যক্তি সংসদের চেম্বারে ঝাঁপিয়ে পড়ে ধোঁয়া ছড়ানোয় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে, সংসদ ভবনের বাইরে হলুদ ধোঁয়া ছাড়ানোর ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে প্রকাশ- সংসদে ঝাঁপিয়ে পড়া ব্যক্তিরা হলো সাগর শর্মা এবং মনোরঞ্জন। সংসদের বাইরে ধোঁয়া ব্যবহারকারীরা হল নীলম (৪২) এবং অমল শিন্ডে (২৫)। এ সব ঘটনায় উল্লেখিত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।    

এ সম্পর্কে বিরোধীরা সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। আজ (বুধবার) লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই দর্শকাসন থেকে সংসদের চেম্বারে ঝাঁপ দেন দুই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই সংসদের ভিতরে শোরগোল পড়ে যায়। তারা সংসদের ভিতরে সন্দেহজনক ধোঁয়া ছড়িয়ে দেয়। এর ফলে হলুদ ধোঁয়ায় ঢেকে যায় সংসদের অধিবেশন চত্বর। সিসিটিভি ফুটেজে প্রকাশ- দুই যুবক সভাকক্ষের মাঝে লাফিয়ে পড়ে বেঞ্চের উপর উঠে দাঁড়াচ্ছে। ভয়ে এমপিরা নিজ আসন ছেড়ে উঠে পড়েছেন। হামলাকারীরা এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিল বলে অভিযোগ। এ সময়ে তারা শ্লোগানও দেয়। অবশেষে এমপিদের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ধরা পড়ে যায় হামলাকারীরা। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এরই সঙ্গে সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।  

জানা গেছে, আজ দুপুর ১টা নাগাদ লোকসভার দর্শক আসন থেকে দু’জন লোক ঝাঁপ দিয়ে হাউসে ঢুকে হলুদ ধোঁয়া ছড়াতে শুরু করে। এর পরেই লোকসভা স্পিকারের চেয়ারের দিকে ছুটতে শুরু করে এক ব্যক্তি। ওই অভিযুক্তরা হাউসে ঝাঁপিয়ে পড়ার পর সেখানে উপস্থিত এমপিরা সাহসিকতা দেখিয়ে উভয় অভিযুক্তকেই হাউসের মধ্যে ধরে ফেলেন। ওই ঘটনার বিষয়ে স্পিকার ওম বিড়লা বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। উভয় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে সব ধরণের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 

এ সম্পর্কে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এটা হল কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। লোকসভার মধ্যে যেভাবে গ্যাস (ধোঁয়া) ছড়িয়ে দেওয়া হয় তখন হাউস ভর্তি এমপিরা ছিলেন। কোনো নিরাপত্তা নেই। প্রথম আমি সিকিউরিটি পুলিশ চিৎকার করেছি, কিন্তু কেউ আসেনি। কয়েকজন এমপি দৌড়ে গিয়ে ওদের ধরার চেষ্টা করেছে। একজন ধরার মধ্যে অন্যরা জুতোর মধ্যে থেকে গ্যাস ছড়িয়ে দিয়েছে। সরকার কী করছিল? লোকসভার নিরাপত্তা কোথায়? সারা দেশের নিরাপত্তা কাদের হাতে এই প্রশ্নটা কিন্তু মানুষের মাথায় আসা উচিত। ওরা সারা বছর ধরে ঢ্যাঁড়া পেটাচ্ছে- আমরা এই করেছি, সেই করেছি। সেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার চালাচ্ছে, তারা লোকসভাকে সুরক্ষিত রাখতে পারছে না।’     

তিনি আরও বলেন, ‘আমরা যদি চিৎকার চেঁচামেচি করি তখন মার্শাল এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, সাসপেন্ড করছে, আমাদের এমপিকে বহিষ্কার করছে। আর এখানে উপর থেকে লাফিয়ে লাফিয়ে দুষ্ক্রীতরা পড়ছে। এরা কোথাকার সন্ত্রাসী, এরা কারা তা আমরা জানি না, কিন্তু তাদের ধরার জন্য কেউ এগিয়ে আসলো না! ২/৩ জন এমপি তারা এগিয়ে এসে একজনকে ধরে ফেলে’ বলেও মন্তব্য করেন তৃণমূল এমপি কাকলি ঘোষ দস্তিদার।#  

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।