ভারতীয় সংসদে একদিনেই বিরোধী দলের ৭৮ এমপি সাসপেন্ড
https://parstoday.ir/bn/news/india-i132264-ভারতীয়_সংসদে_একদিনেই_বিরোধী_দলের_৭৮_এমপি_সাসপেন্ড
ভারতীয় সংসদে শীতকালীন অধিবেশনের ১১তম দিনে মোট ৭৮ জন বিরোধী দলীয় এমপিকে লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। ওই এমপিরা গত ১৩ ডিসেম্বর সংসদের মধ্যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে তোলপাড় সৃষ্টি করেছিলেন।    
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৩ ২১:৫০ Asia/Dhaka
  • রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়
    রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়

ভারতীয় সংসদে শীতকালীন অধিবেশনের ১১তম দিনে মোট ৭৮ জন বিরোধী দলীয় এমপিকে লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। ওই এমপিরা গত ১৩ ডিসেম্বর সংসদের মধ্যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে তোলপাড় সৃষ্টি করেছিলেন।    

আজ (সোমবার) তুমুল হট্টগোলের জেরে বিকেলে সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে ৩৩ জন বিরোধী দলীয় এমপিকে চলতি অধিবেশনের বাকি মেয়াদের জন্য সাসপেন্ড করা হয়। পরবর্তীতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ৪৫ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করেন। এর আগে গত ১৪ ডিসেম্বর ১৩ জন এমপিকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল।

অন্যদিকে, রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূলের ডেরেক ও 'ব্রায়েন এমপিকে। এভাবে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯২ জন এমপিকে সাসপেন্ড করা হলো। লোকসভায় এ পর্যন্ত ৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায়ও মোট ৪৬ জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে।

সংসদে নিরাপত্তা ত্রুটি নিয়ে আজ একটানা চতুর্থ দিন লোকসভায় বিরোধী এমপি’রা তীব্র হট্টগোল করেন। আজ লোকসভার স্পিকার ওম বিড়লা যে ৩৩ জন এমপিকে সাসপেন্ড করেন, তাদের মধ্যে ১১ জন কংগ্রেস এমপি, তৃণমূল কংগ্রেসের ৯ জন, ডিএমকে’র ৯ জন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ অন্য দলের এমপিরা রয়েছেন।#

পার্সটুডে/এএএইচ/এমএআর/১৮